আলমগীর নিশাদ, ফেসবুক থেকে, করোনা পরীক্ষার ১০ হাজার কিট, ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিইসহ বিপুল জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে চীনের উড়োজাহাজ ঢাকায় পৌছাবে আজ সন্ধ্যা সাড়ে ৬টায়। চিকিৎসা সামগ্রীর মোড়কে লেখা আছে চীনা কবিতার একটি লাইন। চীনা ও বাংলা হরফে- 'ভালবাসার নৌকা পাহাড় বাইয়া চলে'। অর্থাৎ, পাহাড়ে নৌকা বাইবার মতো ভালবাসার অসম্ভব শক্তি দিয়ে আমাদের এখন এই পৃথিবীকে রক্ষা করতে হবে।