শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস তৈরির অভিযোগ এনে চীনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করলেন মার্কিন আইনজীবী

সালেহ্ বিপ্লব : [২] আইনজীবী ল্যারি ক্লেম্যান এবং তার এডভোকেসি গ্রুপ ফ্রিডম ওয়াচ এই মামলা করেছে। তাদের সঙ্গে রয়েছে টেক্সাসের প্রতিষ্ঠান বাজ ফটোস। বিজনেস টুডে, এনডিটিভি

[৩] এই মামলায় প্রতিপক্ষ করা হয়েছে চীনের সরকার, চীনের সেনাবাহিনী, উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি, ইন্সটিউটের পরিচালক শি জেংলি এবং চীনের সেনাবাহিনীর মেজর জেনারেল চেন উই। এই সিনিয়র সেনা অফিসার একজন মহামারী বিশেষজ্ঞ। এই গবেষক নারী বর্তমানে চীনের একাডেমি অব মিলিটারি মেডিক্যাল সায়েন্সেস-এর সুপারভাইজার।

[৪] বাদীপক্ষের অভিযোগ, করোনা ভাইরাস একটি জীবাণু অস্ত্র। চীনই এটি তৈরি করেছে। গণহারে মানুষ হত্যা করার উদ্দেশ্যেই এটি তৈরি করা হয়েছে। বিশেষ করে মার্কিন নাগরিকদের হত্যার লক্ষ্যেই চীন এ অস্ত্র নিয়ে গবেষণা শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

[৫] ১৯২৫ সালে জীবাণু অস্ত্র বেআইনি ঘোষণা করা হয়েছে, এ কথা উল্লেখ করে মামলার আর্জিতে বলা হয়, বর্তমান সময়ে এমন একটি অস্ত্র তৈরি সন্ত্রাসবাদেরই নামান্তর।

[৬] মামলা দায়েরকারী এই মার্কিনীরা বলছেন, একমাত্র উহানের ওই ল্যাবরেটরিতেই নভেল করোনাভাইরাসের মতো ভাইরাস নিয়ে গবেষণা চলছিলো।

[৭] ক্লেমেন এবং অন্যান্য বাদী বলেন, চীনের অনেক গবেষক ও ডাক্তাররা করোনার ভয়াবহতা সম্পর্কে মুখ খুলেছিলেন। সরকার তাদের কণ্ঠরোধ করেছে। তারা এও বলেন, জেনারেল চেন ও তার ৬ সহযোগী আগেই করোনার প্রতিষেধক নিয়েছিলেন। আর এ সব কিছুই করা হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ হিসেবে।

[৮] এ অভিযোগের বিচার করার জন্য জুরি বোর্ড গঠন করার দাবি জানিয়েছেন আইনজীবী ক্লেমন ও তার সহযোগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়