শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস তৈরির অভিযোগ এনে চীনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করলেন মার্কিন আইনজীবী

সালেহ্ বিপ্লব : [২] আইনজীবী ল্যারি ক্লেম্যান এবং তার এডভোকেসি গ্রুপ ফ্রিডম ওয়াচ এই মামলা করেছে। তাদের সঙ্গে রয়েছে টেক্সাসের প্রতিষ্ঠান বাজ ফটোস। বিজনেস টুডে, এনডিটিভি

[৩] এই মামলায় প্রতিপক্ষ করা হয়েছে চীনের সরকার, চীনের সেনাবাহিনী, উহান ইন্সটিটিউট অব ভাইরোলজি, ইন্সটিউটের পরিচালক শি জেংলি এবং চীনের সেনাবাহিনীর মেজর জেনারেল চেন উই। এই সিনিয়র সেনা অফিসার একজন মহামারী বিশেষজ্ঞ। এই গবেষক নারী বর্তমানে চীনের একাডেমি অব মিলিটারি মেডিক্যাল সায়েন্সেস-এর সুপারভাইজার।

[৪] বাদীপক্ষের অভিযোগ, করোনা ভাইরাস একটি জীবাণু অস্ত্র। চীনই এটি তৈরি করেছে। গণহারে মানুষ হত্যা করার উদ্দেশ্যেই এটি তৈরি করা হয়েছে। বিশেষ করে মার্কিন নাগরিকদের হত্যার লক্ষ্যেই চীন এ অস্ত্র নিয়ে গবেষণা শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

[৫] ১৯২৫ সালে জীবাণু অস্ত্র বেআইনি ঘোষণা করা হয়েছে, এ কথা উল্লেখ করে মামলার আর্জিতে বলা হয়, বর্তমান সময়ে এমন একটি অস্ত্র তৈরি সন্ত্রাসবাদেরই নামান্তর।

[৬] মামলা দায়েরকারী এই মার্কিনীরা বলছেন, একমাত্র উহানের ওই ল্যাবরেটরিতেই নভেল করোনাভাইরাসের মতো ভাইরাস নিয়ে গবেষণা চলছিলো।

[৭] ক্লেমেন এবং অন্যান্য বাদী বলেন, চীনের অনেক গবেষক ও ডাক্তাররা করোনার ভয়াবহতা সম্পর্কে মুখ খুলেছিলেন। সরকার তাদের কণ্ঠরোধ করেছে। তারা এও বলেন, জেনারেল চেন ও তার ৬ সহযোগী আগেই করোনার প্রতিষেধক নিয়েছিলেন। আর এ সব কিছুই করা হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ হিসেবে।

[৮] এ অভিযোগের বিচার করার জন্য জুরি বোর্ড গঠন করার দাবি জানিয়েছেন আইনজীবী ক্লেমন ও তার সহযোগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়