শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন দুই হটলাইনে কল দিলে হান্টিং’র মাধ্যমে আইইডসিআর’র ১৭ টি হটলাইনের নাম্বারে যেটি ফাঁকা থাকে কল চলে যাবে সেটিতেই

শাহীন খন্দকার : [২] দেশে করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) আরও দুইটি নতুন হটলাইন নাম্বারের ঘোষণা দিয়েছে।

[৩] বুধবার (২৫ মার্চ) আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় গত জানুয়ারি থেকে আমরা অনেক কার্যক্রম নিয়েছি। আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে সম্প্রসারণ করছি। যেহেতু অনেকে হটলাইন নাম্বারে কল পেতে অনেকের সমস্যা হচ্ছে, সেহেতু আমাদের হটলাইন নাম্বারগুলোকে আরও সম্প্রসারণ করা হচ্ছে।

[৪] বর্তমানে আইইডিসিআর’র যে ১৭ টি নাম্বার ছিল তার সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদযালয়ের পাবলিক হেলথ বিভাগের পরিচালিত কিছু নাম্বার ছিল যা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানটি সহ উদ্যোগে সার্ভিস দিচ্ছিলেন। তাদের নাম্বারগুলো আমাদের হটলাইনে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, আমরা সকলকে অনুরোধ করব সকল নাম্বারে বিচ্ছিন্নভাবে চেষ্টা না করে আইইডিসিআর’র সঙ্গে যোগাযোগ করার জন্য কেবল মাত্র দুইটি নাম্বারে কল দিলে আমাদের সঙ্গে কথা বলা যাবে।

# ০১৯৪৪৩৩৩২২২
# ১০৬৫৫

[৫] এই দুইটি নাম্বারে যোগাযোগ করা হলে হান্টিং এর মাধ্যমে হটলাইনের যে নাম্বারটি ফাঁকা থাকবে সেখানে কল চলে যাবে। আপনারা বিচ্ছিন্নভাবে সব নাম্বারে কল দিলে জটিলতা তৈরি হচ্ছে। এছাড়া আমরা একটি ইমেল ও ফেসবুকের একটি মেসেঞ্জারের তথ্য দিয়েছি। এর মাধ্যমেও আমরা তথ্য নিচ্ছি। এছাড়া হটলাইন নাম্বারগুলোকে আরও কিভাবে সম্প্রসারিত করা যায় সেই চেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়