শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] পোশাক খাতে এ পর্যন্ত বাতিল হয়েছে ২২৫ কোটি ডলার মূল্যের রপ্তানি আদেশ, জানালেন বিজিএমইএ সভাপতি রুবানা হক

শরীফ শাওন : [২] তিনি জানান, গতকাল বিকাল ৫টা পর্যন্ত ৮৪৩টি পোশাক কারখানা থেকে এ তথ্য পাওয়া যায়। তথ্যমতে, পোশাক খাতে এ পর্যন্ত ৬৯ কোটি ৭৪ লাখ ৭০ হাজার সংখ্যক মালের চাহিদা বাতিল হয়েছে। এসময় বায়ারদের অনেকেই স্থায়ীভাবে কাজের আদেশ বাতিল করেন। তবে কিছুসংখ্যক বায়ার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা পর্যন্ত স্থগিত করার আদেশ দেন।

[৩] এ বিষয়ে রুবানা হক বলেন, অস্থায়ীভাবে চাহিদা বাতিল করলেও আশা থাকে। তবে স্থায়ী বাতিল, কারখানা মালিক ও শ্রমিকদের জন্য ভয়াবহ। কাজের চাহিদা বাতিল হওয়ায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৪ লাখ ৮০ হাজার কর্মী।

[৪] বৈশ্বিক করোনা প্রভাবের কারণে কাজ না থাকায় নিজ নিজ সিদ্ধান্তে কারখানাগুলো বন্ধ করা হয়। এ বিষয়ে সংগঠন থেকে জানানো হয়, মালিকরা নিজ ইচ্ছায় কারখানা বন্ধ করতে পারেন। অথবা সরকারের নির্দেশে তা বন্ধ হতে পারে। এ বিষয়ে বিজিএমইএ কোন সিদ্ধান্ত দেয়ার অধিকার রাখে না।

[৫] সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইব্রাহিম জানান, কারখানা মালিকরা নিজ ইচ্ছায় কারখানা বন্ধ করতে পারেন। তবে শ্রম আইনের প্রতিটি বিষয় পরিপালন করে কারখানা বন্ধ করতে হবে। সম্পাদনা : ভিক্টর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়