শাহনাজ বেগম : [২] বিশ্বের ১৯৫ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ৪ লাখ ২৩ হাজার ৮৫৪ জন আক্রান্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৮৪ জন। সিএনএন
[৩] ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিএইচও) এর মহাপরিচালক টেড্রোস এডানমস গেব্রিয়াসুস বিশ্বের সব দেশগুলোকে কঠোর পরীক্ষা ও যোগাযোগের কৌশল অবলম্বন করার আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে, প্রথম ৬১ দিনে, দ্বিতীয় পর্যায়ে ১১ দিনে এবং সর্বশেষ ৫ দিনে পর্যায়ক্রমে ১ লাখ করে মানুষ সংক্রমিত হয়েছে। বিবিসি
[৪] ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ৯২৭ জন এবং সুস্থ হয়েছে ৭ হাজার ৪৩২।
[৫] চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে দেশটিতে কেউ আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ১৭১ জন এবং মারা গেছে ৩ হাজার ২৭৭ জন। সুস্থ হয়েছেন ৭৩ হাজার ১৬০ জন।
[৬] মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৪১৮ এবং মারা গেছে ৫৭৬ জন। সুস্থ হয়েছেন ৩১৪ জন।
[৭[ স্পেনে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৩৬ এবং মারা গেছে ২ হাজার ৩১১ জন।
[৮] জার্মানিতে ৩২ হাজার ২৪ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪৩ জন। সুস্থ হয়েছে ৩ হাজার ২০৩।
[৯] ইরানে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪৮ জন এবং মারা গেছে ১ হাজার ৮১২ জন।
[১০] যুক্তরাজ্যে ৬ হাজার ৭২৬ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩৩৫ জন।