সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কিসমত রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় জাহেদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রুহিয়া থানার ঘনিমহেষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৩] এ বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়। নিহত জাহেদা বেগম ওই গ্রামের পশির উদ্দিনের স্ত্রী।
[৪] পুলিশ জানায়, সকালে জাহেদা বাড়ির পাশে রেল লাইনের ধারে কাপড় শুকাতে যান। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত যান এক্সপ্রেস (৭৫৮-ডাউন) ট্রেনটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। সম্পাদনা : রাকিবুল