শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১২:২৩ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভৈরবে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ইতালি ফেরত ব্যক্তির বিশেষ ব্যবস্থায় দাফন সম্পন্ন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] সোমবার সকালে ঢাকা থেকে আইইডিসিআর এর লোকজন এসে নমুনা সংগ্রহ করেন। পরে দুপুর ১টার দিকে বাড়ির কয়েকজনের অংশগ্রহণে জানাজা শেষে বেলা দেড়টার দিকে ভৈরব পৌর কবরস্থানে বিশেষ ব্যবস্থায় লাশ দাফন করা হয়। তার বাড়ি ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকায়।

[৩] ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, ওই ব্যক্তির বাড়িতে অনুষ্ঠিত জানাজায় পরিবারের তিন সদস্য অংশ নেন। পরে বিশেষ ব্যবস্থায় ভৈরব পৌর কবরস্থানে লাশ দাফন করা হয়।

[৪] ষাট বছর বয়সী ইতালি ফেরত ওই ব্যক্তিকে রোববার রাত ১১টার দিকে ভৈরব শহরের কমলপুর এলাকার ডক্টরস চেম্বার নামে পরিচিত বেসরকারি সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] এর আগে তাকে শহরের লক্ষ্মীপুর এলাকার আবেদীন হাসপাতাল (প্রা.) নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সরকারি আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। ইতালি ফেরত ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

[৬] করোনাভাইরাস সন্দেহে মারা যাওয়া ওই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা থেকে আইইডিসিআর এর লোকজন ভৈরবে এসে মৃতদেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে। পরীক্ষার পর করোনাভাইরাসের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়