এস এম নূর মোহাম্মদ : [২] সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন বারের সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। লিখিত বক্তব্যে খোকন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শত শত ডাক্তার, নার্স এবং কর্মচারীরা কাজ করেন। ডাক্তার ও নার্সদের প্রটেকশন নেই। পচাত্তরোর্ধ খালেদা জিয়ার জীবন মারাত্মক ঝুঁকিপূর্ণ।
[৩] তিনি বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকিতে বিভিন্ন দেশে কারাবন্দীদের মুক্তি দেয়া হচ্ছে। তাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও মুক্তি দাবি করছি। এর আগে তার মুক্তির দাবিতে বার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপির অর্ধশত আইনজীবী অংশ গ্রহণ করেন।