স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের সংক্রমণ পৃথিবীব্যাপী ভয়াবহ রূপ নিয়েছে। স্থবির হয়ে গেছে সব কার্যক্রম। খেলার দুনিয়াও তো এর বাইরে নয়। বন্ধ হয়ে গেছে সব খেলা। নিজেদের বাড়িতে খেলার বড় বড় সব তারকারা এখন রীতিমতো বন্দী জীবনযাপন করছেন। কিন্তু করোনা-শঙ্কা যেন পিছু ছাড়ছে না তাদের। সেরেনা যেমন, আশপাশের কেউ হাঁচি-কাশি দিলেই শঙ্কিত হয়ে পড়ছেন। প্রথম আলো।
[৩] করোনার কারণে স্বেচ্ছাবন্দী রেখেছেন নিজেকে। সঙ্গে তার দুই বছরের সন্তান। মূল শঙ্কাটা বাচ্চাটাকে নিয়েই। মায়ের মন তো! চারদিকে এত মৃত্যু, এত সংক্রমণ, সেরেনা বাচ্চা নিয়ে ঠিক থাকেন কীভাবে?
[৪] সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা ভিডিও পোস্ট করেছেন সেরেনা। সেখানে নিজের শঙ্কার কথা জানিয়েছেন তিনি, ‘দুই সপ্তাহ হলো ঘরে বসে আছি। সঙ্গে আমার মেয়ে অলিম্পিয়া। কিন্তু মন থেকে শঙ্কা কিছুতেই দূর করতে পারছি না। বারবার মনে হচ্ছে, আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে না তো! বাচ্চাটার মধ্যে কোনো সংক্রমণ হলো না তো!’
[৫] ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকার সামনে কেউ হাঁচি দিলেই এখন ভয় লাগে,‘আমি নিয়ম মেনে চলছি। কিন্তু আমার সামনে যদি হাঁচি বা কাশি দিয়ে ফেলে, তাহলেই ভয় লাগে। আতঙ্ক বোধ করছি রীতিমতো। বাচ্চাকে নিয়ে কোথাও যাচ্ছি না। এমনকি ছোট্ট অলিম্পিয়া হাঁচি, কাশি দিলেও ওর দিকে বাঁকা চোখে তাকাচ্ছি।