শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালোবাসার দেশ ইতালি এখন মৃত্যুপুরী, দীর্ঘ হচ্ছে লাশের সারি

আক্তারুজ্জামান : [২] উইলিয়াম শেক্সপিয়রের অমর সৃষ্টি রোমিও-জুলিয়েটের দেশে এখন প্রেম নেই। আছে সারি সারি লাশ। প্রেমিকার উদ্দেশে প্রেমিকের ছড়িয়ে দেয়া রোমান্টিক বার্তা নেই, বাতাসে আছে লাশের গন্ধ। উৎসবপ্রিয় ইতালিয়ানরা আজ নিজেদের অবরুদ্ধ রেখেছেন যার যার ঘরে। আর লাশের সারি এতোই দীর্ঘ যে সৎকারের লোক পাওয়া যাচ্ছে না। বিবিসি

[caption id="attachment_1104606" align="aligncenter" width="433"] এভাবেই প্রতিদিন শত শত লাশ বের করতে হচ্ছে ইতালির ডাক্তারদের।[/caption]

[৩] ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ্পো কন্তে এক বার্তায় জানিয়েছেন, আমরা মহামারীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা শারীরিক ও মানসিকভাবে মারা গেছি, আর কী করতে হবে তা আমরা জানি না। পৃথিবীতে সমস্ত সমাধান শেষ হয়ে গেছে। একমাত্র সমাধান আকাশের কাছে। গার্ডিয়ান

[caption id="attachment_1104615" align="aligncenter" width="463"] বিপর্যস্ত ইতালিতে ডাক্তারদের কোনো ফুসরত মিলছে না।[/caption]

[৪] প্রতি বছরের ১৪ ফেব্রুয়ারি আমরা যে ভালোবাসা দিবস পালন করি সেটাও এসেছে এই ইতালি থেকে। কিন্তু আজ আর ভালোবাসতে দেখা যাচ্ছে না ইতালিয়ানদের। সরকারের আদেশ মেনে সবাই নিজ ঘরকে কোয়ারেন্টাইন বানিয়ে সেখানে অবস্থান করছেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে কেউই কোনোরকম ঝুঁকি নিচ্ছেন না।

[৫] ওয়ার্ল্ডোমিটারের খবর অনুযায়ী এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইতালিতে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৮২৫। গতকাল ৭৯৩জন, শুক্রবার ৬২৭ এবং বৃহস্পতিবার ৪২৫জন মারা গেছে। আর মোট আক্রান্ত ৫৩ হাজার ৫৭৮ জন। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের চেয়েও ইতালিতে মৃতের সংখ্যা বেশি। চীনে মোট মারা গেছেন ৩ হাজার ২৬১জন।

[caption id="attachment_1104620" align="aligncenter" width="573"] প্রতিনিয়ত শোক পালন করাও সম্ভব হচ্ছে না ইতালিয়ানদের। ফলে একসঙ্গে শোক ব্যানার টানিয়ে রেখেছে তারা।[/caption]

[৬] লাশের সারি পাড়ি দিয়ে ভালোবাসায় মেতে উঠতে পারছেন না ইতালিয়ানরা। তবে আনন্দ থামাছেন না। নিজেদের বারান্দা থেকে গান গেয়ে অন্য বারান্দার মানুষকেও বিনোদিত করছেন অনেকে। পানির বড় জার, থালা-বাসনসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে বাজনা বাজিয়ে একঘেয়েমি দূর করছেন অনেকে। পুরো দেশ লক ডাউন আছে। ইতালিয়ানরা জানে না কবে তাদের দুর্দশা দূর হবে। জুলিয়াস সিজার কিংবা রোমিওদের গড়ে যাওয়া আকাশে আবারও সুবাতাস বইয়ে দেয়ার আশায় অপেক্ষমান আছেন ইতালিয়ানরা। আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়