ইসমাঈল ইমু : [২] শনিবার আইইডিসিআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন।
[৩] ৬ দিন আগে ঠান্ডা জ্বর নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
[৪] তিনি যে বাড়িতে বসবাস করতেন বিকেলে পুলিশ এসে সেই বাড়ির ৩২টি ফ্লাটের বাসিন্দাদের বাইরে বের হতে নিষেধ করে। বাইরে থেকে কাউকে ঢুকতে না দেয়ার জন্য কেয়ার টেকারদের নির্দেশ দেয়।
[৫] এরপরই বাড়িটি ঘিরে উৎসুক মানুষের ভীড় বাড়তে থাকে। অনেকেই মুঠোফোনে বাড়িটির ছবি তোলেন। শনিবার রাত সড়ে ৮টায় ওই বাড়ির সামনে গিয়ে দেখা যায় বাড়ির সামনে পুলিশের একটি গাড়ি রয়েছে।
[৬] দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই বাড়ির সামনে দাঁড়াতে দিচ্ছে না। কেয়ার টেকার বিপ্লব জানান, মৃত ব্যক্তির ছেলেকে পুলিশ আলোচনার জন্য নিয়ে গেছে। দাফনের বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। সম্পাদনা : ভিক্টর রোজারিও