কূটনৈতিক প্রতিবেদক : [২] কোভিড-১৯ সংক্রমণ এড়াতে এ তথ্য জানিয়ে বলা হয়, যতো শিগগিরই সম্ভব নিয়মিত ভিসা সেবা আবার শুরু করা হবে।
[৩] দূতাবাস জানায়, শুধু জরুরি প্রয়োজনের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা যাবে।
[৪][ পরিস্থিতি বিবেচনা করে সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে।
[৫] যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও জরুরি সেবা দেওয়া অব্যাহত থাকবে।
[৬] পাসপোর্ট ও বিদেশে জন্ম সংক্রান্ত কনস্যুলার প্রতিবেদন (সিআরবিএ) অ্যাপয়েন্টমেন্ট আগের মতোই পাওয়া যাবে।
[৭] অ্যাপয়েন্টমেন্ট পেতে dhakaacs@state.gov ই-মেইল করতে হবে।