শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাট-৪ উপনির্বাচনে ভোটগ্রহন আগামীকাল, নিরাপত্তার চাদরে ঢাকা শরণখোলা

নইন আবু, শরণখোলা প্রতিনিধি :[২] বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনে আগামী কাল ২১মার্চ উপনির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে গোটা শরণখোলা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ, আসানর ভিডিপির পাশাপাশি বিজিবি ও কোস্টগার্ড নিযুক্ত করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহনের জন্য প্রশাসনের পক্ষ হতে সব ধরণের প্রস্থতি সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহনের সমস্ত মালামাল নিয়ে কেন্দ্রে ছুঁটছেন প্রিজাইডিং ও নিরাপত্তা কর্মীরা।

[৩] উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জর সরকার জানান, উপজেলার চারটি ইউনিয়নে মোট ৩১টি কেন্দ্রের ভোটগ্রহনের মালামাল সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর দুইটার পর থেকেই মালামাল বন্টন শুরু হয়। ভোটগ্রহনের সব ধরণের প্রস্থতি সম্পন্ন করা হয়েছে। নিরাত্তা বাহিনীও সচেষ্ট রয়েছে।

[৪] শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহনের জন্য নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র বা এর বাইরে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ ও আনসার-ভিডিপির পাশাপাশি চার প্লাটুন বিজিবি এবং এক প্লাটুন কোস্টগার্ড সদস্য নিযুক্ত রয়েছে। স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগীতায় একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো বলে আশা করি। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়