শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে বিদেশ ফেরত ১০২, হোম কোয়ারেন্টাইনে- ১২

সোহাগ হোসেন, মির্জাগঞ্জ প্রতিনিধি : [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে ১০২ জন বিদেশ ফেরত থাকলেও হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১২ জন।

[৩] মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার ৬ টি ইউনিয়নে শুক্রবার পর্যন্ত বিদেশ ফেরত ১০২ জনের তালিকা পেলেও ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার মরামর্শ দিতে সক্ষম হয়েছি। বাকীদের পরামর্শ প্রদানে চেষ্টা অব্যাহত রয়েছে। এদের মধ্যে মালয়েশিয়া থেকে ফেরতের সংখ্যা বেশি।

[৪] মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা আক্রান্ত রোগীর জন্য আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। যেখানে একসঙ্গে ৫ জন মানুষকে পৃথকভাবে রেখে চিকিৎসা দেয়া যাবে।’

[৫] এদিকে হোম কোয়ারেন্টাইনের শর্ত মেনে টানা ১৪ দিন নিজ বাড়িতে ঘরের বাইরে না যেতে তাদের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

[৬] এসব শর্ত মানতে তাদের বাধ্য করতে মঙ্গলবার থেকে কঠোর নজরদারি শুরু করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন ও মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম। শর্ত ভঙ্গ করে বাইরে ঘোরাঘুরি করায় বুধবার বিকালে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নে পশ্চিম সুবিদখালী গ্রামের মালয়েশিয়া ফেরত মনির হোসেন এক প্রবাসী যুবককে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়