শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যথাযথ প্রক্রিয়ায় ‘হোম কোয়ারেন্টাইন’ পালনের নিয়মাবলী

মশিউর অর্ণব: [২] আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি ‘আইএইচআর-২০০৫’ এর আর্টিকেল ৩২ অনুযায়ী, যেসব দেশে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ঘটেছে, সেসব দেশ থেকে আসা যাত্রীরা, যাদের শরীরে বর্তমানে সংক্রমণের কোন উপসর্গ দেখা যায়নি, পরবর্তী ১৪ দিনের জন্য তাদের কোয়ারেন্টাইন পালন করা অতিআবশ্যক।

[৩] হোম কোয়ারেন্টাইন চলাকালে অত্যাবশ্যকীয়ভাবে নিজ বাড়িতে থাকতে হবে।

[৪] আলো বাতাসের সুব্যবস্থা সম্পন্ন আলাদা ঘরে থাকুন এবং অন্যান্য সদস্যদের থেকে আলাদাভাবে থাকুন।

[৫] সেটি সম্ভব না হলে অন্যদের থেকে অন্তত ৩ ফুট দূরে থাকুন এবং ঘুমানোর জন্য পৃথক বিছানা ব্যবহার করুন।

[৬] সম্ভব হলে আলাদা গোসলখানা এবং টয়লেট ব্যবহার করুন।

[৭] আপনার সাথে কোন পশু-পাখি রাখবেন না।

[৮] মাস্ক পরে থাকাকালীন সেটি হাত দিয়ে ধরা থেকে বিরত থাকুন।

[৯] মাস্ক ব্যবহারের সময় সেটি সর্দি, থুতু, কাশি, বমির সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে মাস্ক খুলে ফেলুন এবং নতুন মাস্ক ব্যবহার করুন।

[১০] মাস্ক ব্যবহারের পর ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন এবং সাবান পানি দিয়ে ভাল ভাবে হাত ধুয়ে নিন।

[১১] আপনার থালা, গ্লাস, কাপ, তোয়ালে, বিছানার চাদর অন্য কারো সাথে ভাগাভাগি করে ব্যবহার করবেন না ।

[১২] কোয়ারেন্টাইনে আছেন এমন ব্যক্তির সাথে কোনো অতিথিকে দেখা করতে দিবেন না।

[১৩] পরিবারের সদস্যরা কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংস্পর্শে এলে বা তার ঘরে ঢুকলে, খাবার তৈরির আগে-পরে এবং খাদ্য গ্রহণের আগে অবশ্যই সাবান-পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিবেন।

[১৪] হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির নোংরা কাপড় একটি লন্ড্রি ব্যাগে আলাদা রাখুন।

[১৫] মলমূত্র বা নোংরা লাগা কাপড় ঝাঁকাবেন না এবং নিজের শরীর বা কাপড়ে যেন না লাগে তা খেয়াল করুন।

[১৬] ঘরের মেঝে, আসবাবপত্রের সকল পৃষ্ঠতল, টয়লেট ও বাথরুম প্রতিদিন অন্তত একবার পরিষ্কার করুন।

[১৭] পরিষ্কারের জন্য ১ লিটার পানির মধ্যে ২০ গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে দ্রবণ তৈরি করুন ও ঐ দ্রবণ দিয়ে উক্ত সকল স্থান ভালোভাবে মুছে ফেলুন। (সূত্র- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইইডিসিআর)

  • সর্বশেষ
  • জনপ্রিয়