ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমাইয়া (২) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার পিয়ারপুর এলাকার স্বপনের মেয়ে।
[২] এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে সুমাইয়া বাড়ির বাহিরে খেলছিল। এ সময় বিদ্যুতের আর্থিং তারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[৩] এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি।’ সম্পাদনা: জেরিন আহমেদ