কূটনৈতিক প্রতিবেদক : [২] দূতাবাস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়, কোভিড-১৯ সংক্রমন এড়াতে আবুধাবির বাংলাদেশ দূতাবাস এবং দুবাই কন্সুলেট পাসপোর্ট আবেদন, পাসপোর্ট নবায়ন, রি-ইস্যু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
[৩] তবে ডেডবডি প্রসেস, এমিরেটস আইডি নবায়ন, পাসপোর্টের মেয়াদ বাড়ানোসহ জরুরী সেবার জন্য দূতাবাস খোলা থাকবে বলে।
[৪] দূতাবাসের এক কর্মকর্তা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, মসজিদে নামাজ পড়া বন্ধ করা হয়েছে, জনসমাগমের স্থলে, রাস্তাঘাটে স্থানীয় কর্তৃপক্ষ লোকজনের ভিড় নিয়ন্ত্রণ করছেন। তাই আমাদেরকেও এ ব্যবস্থা নিতে হয়েছে।
[৫]কন্স্যুলার সেবানেওয়ার জন্য প্রতিদিন দূতাবাসে পাঁচ-সাতশ লোকের সমাগম হতো। জনসমাগম এড়াতে এটাই কার্যকর ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হলে কন্স্যুলার সেবা খুলে দেওয়া হবে।