শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে নজরদারিতে বিদেশ ফেরত সাড়ে ৬ লাখ ব্যক্তি

মাজহারুল ইসলাম : [২] ২১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বিভিন্ন পথে ওইসব ব্যক্তিরা দেশে ফিরেছেন। পূর্ণাঙ্গ ঠিকানাসহ ওইসব ব্যক্তিদের নামের তালিকা ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো হয়েছে। যুগান্তর

[৩] ডিসিদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের তা অবহিত করতে হবে। তাতে ওইসব ব্যক্তিদের সার্বক্ষণিক নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে।

[৪] জানা যায়, বিভাগীয় ও জেলা শহরে হোম, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রাখা মানুষের জন্য নগদ টাকা, জিআর চাল ও শুকনা খাবার চেয়েছেন বিভিন্ন জেলার ডিসিরা।

[৫] দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো ডিসিদের ওই চিঠিতে করোনা আইসোলেশন সেন্টারের আসবাবপত্র, চিকিৎসকদের পোশাক, মেডিসিন ও রোগীর আনুষঙ্গিক জিনিসপত্রের অভাবের কথা বলা হয়েছে।

[৬] জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন গতকাল গণমাধ্যমকে বলেন, বিদেশ ফেরত ব্যক্তিকে করোনাভাইরাসজনিত কারণে ‘হোম কোয়ারেন্টাইন’ এ থাকতে বলা হলেও, কেউ কেউ ওই নির্দেশনা অমান্য করে শ্বশুরবাড়িসহ নানান জায়গায় ঘোরাফেরা করছেন।

[৬] জানা যায়, এ পর্যন্ত ৬ লাখ ২৪ হাজার ৭৪৩ জন বিদেশ থেকে দেশে ফিরেছেন। এদের মধ্যে ৩ লাখ ৯ হাজার ১৩৮ জন ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে, ৩ লাখ ৬২১ জন স্থলপথে, ৭ হাজার ৯৫৫ জন সমুদ্রপথে এবং ৭ হাজার ২৯ জন রেলপথে দেশে এসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়