ইসমাঈল ইমু : [২] রাজধানীর গুলিস্তান থেকে অজ্ঞান পার্টির সক্রিয় ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ। সকালে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কোয়ার পাতাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতয়ালী জোনাল টিম।
[৩] গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রকিব হাসান শান্ত (২৭), মো. মামুন হোসেন (২৫), মো. রাশেদ (২৭), মো. জাকির (৩৬), মো. বাবু (২৮) ও মো. আলমগীর খান (৩০)। এ সময় তাদের কাছ থেকে ৫৭টি চেতনা নাশক ট্যাবলেট, ৫টি মলমের কৌটা, স্প্রে, মরিচের গুড়া ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
[৪] গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ জানান, এরা পেশাদার অজ্ঞান পার্টির সদস্য। দলবদ্ধভাবে গ্রাম থেকে আসা সহজ-সরল মানুষদের টার্গেট করে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।