শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর সঙ্গে শেষ দেখা হয় ’৭৫ এর ১৩ আগস্ট রাতে, বললেন আমু

[২] মনিরুল ইসলাম: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আমি ঢাকায় থাকলেই প্রতিদিন সন্ধ্যায় বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে যেতাম। বঙ্গবন্ধু বাসায় ফিরতেন রাত ৮ টায়। আমি যেতাম সাড়ে ৮টায়। কারণে অকারণে তাঁর সাথে দেখা করতাম।

[৩] আমু এ প্রতিবেদকের সঙ্গে আলাপে বলেন, আমি তখন বরিশালের গভর্নর । ’৭৫ এর আগস্টে ঢাকায় গভর্নরদের ট্রেনিং চলছিল। নবাবপুরে খালার বাসায় থেকে ট্রেনিংয়ে অংশ নেই। প্রতি রাতেই বঙ্গবন্ধুর সাথে দেখা করি। ১৩ আগস্ট রাতে সর্বশেষ দেখা হয়েছিল। ১৪ আগস্ট দু’টি সংবর্ধনা অনেক রাত পর্যন্ত চলায় বঙ্গবন্ধুর বাসভবনে যাওয়া হয় নি।

[৪] আমির হোসেন আমু বলেন, ১৫ আগস্ট ভোরে খালা আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, রেডিও শোনো। রেডিওতে ডালিম সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার কথা বলছে। শুনে আমি খালাকে বললাম বাজে কথা। এটা হতে পারে না।

[৫] তিনি বলেন,এরপর আমি খবরটি যাচাই করতে বঙ্গবন্ধু, শেখ মণি ও সেরনিয়াবাতের বাসায় ফোন করি। কেউ ধরে না। তখন একটু ঘাবড়ে গিয়ে বারান্দায় বের হই। দু’জন কর্মী নিচ থেকে বলেন, লিডার বঙ্গবন্ধু বেঁচে নেই। ওদের সাথে বেরিয়ে পড়ি। রাস্তায় কোনো মানুষ ছিল না। আগামসিহ লেনে গিয়ে দেখি, আর্মি আর আর্মি। এই লেনেই খুনী মোশতাকের বাড়ি। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়