এম নূর মোহাম্মদ : [২] অন্যদেশ থেকে বাংলাদেশে আগতদের সংশ্লিষ্ট বন্ধর থেকেই বাধ্যতামূলকভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন কোয়ারেন্টাইনে রাখতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বুধবার ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
[৩] একইসঙ্গে, আদালতের আগামী দিনের নির্ধারিত অবকাশকালীন ছুটি এগিয়ে এনে এখনই কার্যকর করতে আর্জি জানানো হয়েছে রিটে। আইন সচিব, স্বাস্থ্য সচিব, পররাষ্ট্র সচিব, বিমান ও পর্যটন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।
[৪] এর আগে ২৪ ঘণ্টা সময় দিয়ে গতকাল লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী। তবে তাতে সাড়া না দেয়ায় রিট করেন তিনি।
[৫] পল্লব বলেন, অনেককে হোম কোয়ারেন্টাইমে পাঠানো হলেও তারা সেখানে সঠিকভাবে অবস্থান করছে না। এতে পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হচ্ছে।