শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে বিদেশ ফেরত যুবককে নিয়ে তুলকালাম

নিউজ ডেস্ক : [২] নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বেশ বিড়ম্বনায় পড়েছেন এক প্রবাসী যুবক। করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে নিয়ে তুলকালাম কাণ্ড করেছে এলাকাবাসী। বিষয়টি শেষ পর্যন্ত পুলিশ পর্যন্ত গড়ায়। পরে জানা যায়, ওই যুবক করোনা আক্রান্ত নন।

[৩] মঙ্গলবার সকালে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামে ঘটেছে ওই ঘটনা। উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম জগন্নাথ (৩৭)। সিঙ্গাপুর প্রবাসী ওই যুবক কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বপহাম গ্রামের হরিদাসের ছেলে। তিনি ভৈরদী গ্রামে তার আত্মীয় হরি কিশোরের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

[৪] কিন্তু মঙ্গলবার সকালে ভৈরবদী গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ইতালি ফেরত এক যুবক বাইরে ঘোরাফেরা করছেন-এমন খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করে। স্থানীয়রা ওই যুবকের আত্মীয়ের বাড়ি ঘেরাও করলে চারদিকে হৈ চৈ বেধে যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।

[৫] সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম বলেন, ‘সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন ওই যুবক। দুই-তিন মাস আগে তিনি সিঙ্গাপুর থেকে ফিরেছেন। কিন্তু সে ইতালি প্রবাসী এবং সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন বলে স্থানীয়দের মধ্যে গুজব রটে যায়। এ ঘটনায় গ্রামজুড়ে হৈ চৈ পড়ে যায়। এদিকে খবর পেয়ে পুলিশ পাঠালে জানা যায়, তিনি করোনা আক্রান্ত নন। আর তিনি ইতালি প্রবাসীও নন।’

[৬] ইউএনও আরও বলেন, ‘ওই যুবক সোনারগাঁয়ে আত্মীয়ের বাড়িতেই আছে। জানতে পেরেছি, পরিবারের লোকজন তার বিয়ে ঠিক করেছে। আর সে বিয়ে করতে রাজি না তাই সোনারগাঁয়ে আত্মীয়ের বাড়িতে চলে আসে। কিন্তু এই ঘটনায় কেউ গুজব ছড়িয়েছে এলাকাজুড়ে।’

[৭] এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আমাদের সময়কে বলেন, ‘এমন একটি ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু পুলিশ যাওয়ার আগে ওই যুবক চলে গেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়