শিরোনাম
◈ শরীয়তপুরে ৪৫টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, আটক ৪ (ভিডিও) ◈ ৩০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন ◈ এলপিজি আমদানিকারকদের জন্য সহজ হলো ঋণ সুবিধা ◈ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ◈ নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প ◈ গণভোট প্রচারণার দায়িত্ব বিএনপির নয়: মির্জা ফখরুল (ভিডিও) ◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় করোনা ভাইরাসে দুই জনের মৃত্যুসহ আক্রান্ত ৬৭৩

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি :[২] মালয়েশিয়ায় এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃত্যু দুই জনের বয়স ৬০ ও ৩৪ বছর। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী জানান, একজনের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। অন্যজন তাবলীগ জামাত থেকে আক্রান্ত হয়। এদিকে দুই দিনের ব্যবধানে মালয়েশিয়ায় কর্ণ আক্রান্তের সংখ্যা বেড়ে ৬শত ৭৩ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।

[৩] এছাড়াও চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৪৯জন। এদিকে মালয়েশিয়ায় ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন বিধি নিষেধের কারণে শপিংমল, সিনেমা হলসহ বন্ধ রয়েছে। এছাড়াও স্তানীয় ও বিদেশী অভিবাসীদের উপস্থিত তেমনটি চোখে মেলেনি। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সব ধরনের কার্যক্রম আগামী ৩১ মাচ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

[৪] উল্লেখ্য সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন ১৮ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত চলাফেরা নিয়ন্ত্রণ আদেশ কার্যকর করার সিদ্ধান্তের কথা বলেন। নিয়ন্ত্রণ আদেশ, সংক্রামক রোগ প্রতিরোধ আইন ১৯৮৮ এবং পুলিশ আইন ১৯৬৭ এর অধীনে করা হয়েছে। চলাফেরা নিয়ন্ত্রণ আদেশের মধ্যে রয়েছে ধর্মীয়, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক ক্রিয়াকলাপ সহ সারা দেশে গণআন্দোলন ও সমাবেশের সাধারণ নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।

[৫] এই নিষেধাজ্ঞাগুলি বিদেশে ভ্রমণকারী সমস্ত মালয়েশিয়ান দের জন্য অন্তর্ভুক্ত। যারা সবেমাত্র বিদেশ থেকে ফিরে এসেছেন তাদের জন্য ১৪ দিনের একটি স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সমস্ত পর্যটক এবং বিদেশী দর্শনার্থীদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা।

[৬] প্রাথমিক, মাধ্যমিক এবং প্রাক-বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ সকল কিন্ডারগার্টেন, সরকারী ও বেসরকারী স্কুল এবং দক্ষতা প্রশিক্ষণ ইনস্টিটিউট বন্ধ থাকবে। এবংগুরুত্বপূর্ণ পরিষেবা (জল, বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পরিবহন, স্বাস্থ্য, ফার্মাসি, সুরক্ষা, খুচরা ও খাদ্য সরবরাহ ইত্যাদি ব্যতীত সকল সরকারী ও বেসরকারী প্রাঙ্গণ বন্ধ থাকবে। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়