লাইজুল ইসলাম: [২] মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান বলেন, বাংলাদেশ সরকার অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। ৩১ মার্চ পর্যন্ত এটি বন্ধ থাকবে। তাই দেশে ঢুকতে হলে আগে থেকে ভিসা নেয়া প্রয়োজন ছিলো।
[৩] এই দুই নাগরিক মঙ্গলবার বাংলাদেশে এলেও তাদের কাছে বাংলাদেশের কোনো ভিসা ছিল না। সারা বাংলা.নেট
[৪] তৌহিদ বলেন, ১৬ মার্চ দুপুর ১২ টা থেকে অ্যারাইভাল ভিসা বন্ধ হয়েছে। এটা বাংলাদেশে আসা সব এয়ারলাইন্সকেই বলা হয়েছিলো। কিন্তু এই দুই নাগরিককে কেনো দুটি এয়ারলাইন্স নিয়ে আসলো বোঝা যাচ্ছে না।
[৫] আহসান বলেন, এই মূহুর্তে উড়োজাহাজ কম্পানি দুটির নাম বলতে চাচ্ছি না। অফিসিয়ালি নিষেধ আছে। তবে দুটি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে মৌখিক ভাবে অসন্তোষ জানানো হয়েছে। লিখিত ভাবেও অসন্তোষপত্র পাঠানো হবে।
[৬] শাহজালাল বিমানবন্দর পরিচালক বলেন, যেহেতু ভিসা বন্ধ হওয়ার বিষয়টি আগেই জানানো হয়েছিলো উড়োজাহাজ সংস্থাগুলোকে। তাই এই দুই নাগরিককে সঙ্গে সঙ্গেই ঐ ফ্লাইটে করেই পাঠানো হয়েছে। এবং তাদের নিয়ে যাওয়ার খরচও বিমান সংস্থাই বহন করেছে।
[৭] তৌহিদুল আহসান বলেন, করোনা আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশি কেউ এলে সেলফ (নিজ উদ্যোগে) কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা এসব বিষয় বাস্তবায়ন করছি। এসব বিষয়ে সব বিমানবন্দর ও এয়ারলাইন্সকে নির্দেশনা দেয়া হয়েছে। জাগো নিউজ।