শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় বিপন্ন শ্রমবাজার, বেকায়দায় বিদেশ ফেরত শ্রমিকরা

শিমুল মাহমুদ : [২] কুয়েত, কাতার, ইতালীসহ বিভিন্ন দেশের দূতাবাস গুলোতে সকাল থেকেই ভিড় জমাতে দেখা গেছে বিদেশ ফেরত শ্রমিকদের। তারা বলছেন, কর্মস্থলে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা, বিমানবন্দর ও দূতাবাস ঘুরে কোনো তথ্য পাচ্ছেন না তারা।

[৩] কুয়েতে ২৫ বছর ধরে মেকানিকের কাজ করেন মোহম্মদ হাসান। ছুঁটিতে ৬ মাস আগে দেশে আসেন তিনি। ছুটি শেষ হলেও করোনার কারণে ফিরতে পারছেন না কর্মস্থলে।

[৪] কাতার গাড়ির শো-রুমের কর্মী মাসুদ মিয়ার আকামার মেয়াদ শেষ। দূতাবাসের বারবার যোগাযোগ করেও আকামার মেয়াদ বৃদ্ধির বিষয়ে কোনো তথ্য পাচ্ছেন না। কর্মস্থলে ফেরত যাবার বিষয়ে কোনো নির্দেশনা না পেয়ে হতাশ তিনি।

[৫] বায়রা মহাসচিব শামীম আহমেদ চৌধূরী নোমান বলেন, করোনা কারণে আটকে গেছে প্রায় দেড় লাখ কর্মীর। এবিষয়ে সুনিদির্ষ্ট দিক নিদের্শনা থাকা প্রয়োজন।

[৬] শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধূরী কিরণ বলেন, যেসব প্রবাসীরা বাংলাদেশে আটকে পরেছে তাদের ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব হবে কিনা? অনেকে টিকেট করে আসছে যেতে পারছে না এদের জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের স্পষ্ট নির্দেশনা থাকা দরকার।

[৭] রামরু চেয়ারপার্সন ড.তাসনিম সিদ্দিকী বলেন, গ্রাম থেকে মানুষ গুলো এসে ঘুরছে। এটলিষ্ট তাদের জানিয়ে দেওয়া যে এতদিন পর্যন্ত কোনো নির্দেশনা পাবে না। ভোগান্তি কমাতে দূতাবাসের সঙ্গে আলোচনা করে এ সংকট নিয়ে তাদের সিন্ধান্ত জানানো উচিৎ।

[৮] এ বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, রাষ্ট্রদূতদের সঙ্গে আমরা কথা বলেছি, ভিসার মেয়াদ ও পরবর্তিতে অবস্থা যদি স্বাভাবিক হয় উনারা আমাদের কথা দিয়েছেন, এটা বিবেচনায় আনা হবে। যারা বিদেশ থেকে ছুটিতে আসছেন সিন্ধান্ত তাদের পক্ষেই হবে। সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়