শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাসের কারণে পিছিয়ে দেয়া হলো পশ্চিমবঙ্গের পৌরনির্বাচন

সালেহ্ বিপ্লব : [২] রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানান, ভোটের দিনক্ষণ ঠিক করতে সোমবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ১৫ দিন পর আমরা আবার বৈঠক করবো। রাজ্যের ১১৯টি পৌরসভার মধ্যে ১০৭টিতে এবার নির্বাচন হওয়ার কথা। এনডিটিভি, আনন্দবাজার

[৩] রাজ্যে আর এক বছর পরেই বিধানসভা নির্বাচন। তাই পৌরসভা নির্বাচনকে অ্যাসিড টেস্ট বলে মনে করছে তৃণমূল ও বিজেপি, দুপক্ষই। নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য রবিবার রাজ্য নির্বাচন কমিশনে আবেদন জানায় তৃণমূল কংগ্রেস, সেই দাবিতে সমর্থন জানিয়েছে বিরোধীপক্ষও।

[৪] জানা গেছে, ১২ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে ভোট করার টার্গেট ছিলো নির্বাচন কমিশনের। এ বিষয়ে তৃণমূল নেতা তাপস রায় বলেন, আমরা রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছি, এই পরিস্থিতিতে প্রচার বা ভোট কোনোটাই করা যাবে না। এটা খুব ঝুঁকির হবে।

[৫] পশ্চিমবঙ্গ বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, নির্বাচন স্থগিত করা হলে আমাদের কোনও সমস্যা নেই। তবে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে, আবার সব দলের সঙ্গে আলোচনা করতে হবে।

[৬] এদিকে, এই এপ্রিলে নির্বাচন করতে না পারলে রমজান ও ঈদের কারণে নির্বাচন করতে হবে জুন মাসে। ততোদিনে কলকাতা সিটি কর্পোরেশনসহ বেশির ভাগ পৌরসভার মেয়াদ ফুরিয়ে যাবে। তাই সে সব পৌরসভায় প্রশাসক নিয়োগ করতে হবে, এ বিষয়টি ভাবাচ্ছে সংশ্লিষ্ট সব পক্ষকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়