শিরোনাম
◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই বেনাপোলে আসছেন ভারতীয় ট্রাকচালকরা

যুগান্তর : বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশিদের ভারত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও করোনাভাইরাস পরীক্ষা ছাড়াই ভারতীয় ট্রাকচালকরা অনায়াসেই বাংলাদেশে প্রবেশ করছে।

বেনাপোল স্থলবন্দরে পাসপোর্টযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা ভারতীয় ট্রাকচালক ও হেলপাররা বাংলাদেশে প্রবেশ করছে কোনোরকম স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই। ফলে বেনাপোল বন্দর এলাকায় করোনার ঝুঁকি বাড়ছে। আতঙ্ক ছড়াচ্ছে বন্দর এলাকায়।

এ দিকে পাসপোর্টযাত্রীদের প্রবেশ বন্ধ হওয়ায় প্রতিদিন প্রায় ৩৮ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, প্রতিদিন ৭ থেকে ৮ হাজার যাত্রী বেনাপোল হয়ে ভারতে যায়। করোনাভাইরাস আতঙ্কে যাতায়াত সাময়িকভাবে বন্ধ রেখেছে ভারত সরকার।

শনিবার সকাল থেকে বাংলাদেশসহ বিশ্বের কোনো দেশের পাসপোর্টযাত্রীকে ভারতে প্রবেশ করতে দেয়া হয়নি। ১৩ তারিখের আগে যারা ভারত ভ্রমণে গেছেন আর যারা বাংলাদেশে এসেছেন কেবলমাত্র সে সব পাসপোর্টযাত্রী বেনাপোল-পেট্টাপোল ইমিগ্রেশন দিয়ে যাতায়াত করছেন।

রোববার প্রায় ৩০০ ভারতীয় পাসপোর্টযাত্রী দেশে ফিরে গেছেন। বেনাপোল ইমিগ্রেশনে আধুনিক থার্মো স্ক্যানার দিয়ে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

এ দিকে আমদানি-রফতানি সচল রয়েছে। ফলে ভারতীয় ট্রাকচালকরা বাংলাদেশে প্রবেশ করছে স্বাস্থ্য পরীক্ষা ছাড়া। তাই করোনার ঝুঁকি থেকেই যাচ্ছে।

বন্দর উপ-পরিচালক আবদুল জলিল জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের কোনো নির্দেশনা তারা পাননি। এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে।

মেডিকেল টিমের সদস্যরা দেশে ফিরে আসা নাগরিকদের প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করছেন কি না? বিষয়টি জানতে চাইলে তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে আসা সবাইকে স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়