আসিফুজ্জামান পৃথিল : [২] রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করোনাভাইরাস নিয়ে সোমবার পর্যালোচনা বৈঠক করেন সেখানেই মহামারী আইন জারির সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। সমস্ত প্রেক্ষাগৃহ, অডিটোরিয়াম, স্টেডিয়াম এবং রিয়েলিটি শো আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এনডিটিভি, আনন্দবাজার
[৩] এর আগে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল।
[৪]বৈঠক শেষে রাজ্যটির মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হতে। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি দেশেই দেখা যাচ্ছে তৃতীয় সপ্তাহ থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইটালিতে প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ২। দ্বিতীয় সপ্তাহে বেড়ে হয় ১৫২। সেই সংখ্যাই পঞ্চম সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজারের বেশি। তাই আত্মসন্তুষ্টির কোনও জায়গা নেই। আমাদের সতর্ক থাকতে হবে।’
[৫] ‘এখনও রাজ্যে ২টি জায়গায় করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আমরা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করছি আরও কয়েকটি জায়গায় পরীক্ষার বন্দোবস্ত করতে।’
[৬] স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য ২ লাখ পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট)-র পাশাপাশি কেনা হচ্ছে ২ লাখ মাস্ক। করোনাভাইরাসের মোকাবিলার কাজে যুক্ত থাকা সমস্ত কর্মী, যারা ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের জন্য পাঁচ লাখ টাকার বিমা করিয়ে দেবে রাজ্যসরকার।