শিরোনাম
◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত ◈ অস্ত্রের লাইসেন্স সহ গানম্যান পাচ্ছেন ওসমান হাদির বোন ◈ নারী সঙ্গী তন্বীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ আপনিই দেশের মালিক, ভোটেই ঠিক হবে আগামী পাঁচ বছর: প্রধান উপদেষ্টা ◈ খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা ◈ গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে এবার বিএনপি ও জামায়াত প্রতিদ্বন্দ্বী!  ◈ মর‌ক্কোর জয় দিয়ে আফ্রিকা কাপ শুরু, গভীর রাতে মাঠে নামবে সালাহর মিশর

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় করোনা ভাইরাস আতংকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী প্রতিনিধি : [২] দেশে করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়ায় ও ভাইরাস আতংকে বরগুনা জেলার আমতলী-তালতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। গত এক সপ্তাহ ধরে দু’উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। আর যেসব শিক্ষার্থী কøাশ করছেন তারা আছেন আতংকের মধ্যে।

[৩] জানাগেছে, গত সপ্তাহে বাংলাদেশ বাংলাদেশে করোনা ভাইরাস রোগী শনাক্ত হওয়ার খবরে হঠাৎ করে আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। ভাইরাস সংক্রমনের ভয়ে অনেক শিক্ষার্থীরা বাসা থেকেই বের হচ্ছেন না। যৎসামান্য শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেলেও তারা মুখে মাস্ক পরে যাচ্ছেন। যারা বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন তারা আতংকের মধ্যে ক্লাশ করছেন। এ কারনে দিন দিন বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে। এছাড়া দু’ উপজেলার ৬টি কলেজেও শিক্ষার্থীদের উপস্থিতি কমতে শুরু করেছে বলে জানাগেছে।

[৪] চুনাখালী ও ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদ্বয় বলেন, করোনা ভাইরাস আতংকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বিদ্যালয়ে উপস্থিতি কমে গেছে। যৎসামান্য শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হলেও তারা মাস্ক পরে আতংকের মধ্যে ক্লাশ করছেন।

[৫] তক্তাবুনিয়া রহিমিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মোঃ হাসান, খাদিজা বেগম বলেন, দেশে করোনা ভাইরাস আতংকে আমাদের মাদ্রাসায় ছাত্র-ছাত্রীর উপস্থিতি কমে গেছে। তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়, তুহিন, জেসিকা ও মেরিনা বলেন, আমরা আতংকের মধ্যে ক্লাশ করতেছি। আমতলী সরকারি একে হাই স্কুলের শিক্ষার্থী শান্ত, সিয়াম ও নাদিয়া বলেন, করোনা ভাইরাসের ভয়ে আমরা স্কুলে যাচ্ছিনা।

[৬] তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পরিমল চন্দ্র সরকার মুঠোফোনে বলেন, করোনা ভাইরাস আতংকে বিদ্যালয়ে উপস্থিতি কিছুটা কমে গেছে। আমতলী সরকারি একে হাই স্কুলের বিএসসি শিক্ষক নিয়াজ মোর্শ্বেদ মুঠোফোনে জানান, করোনা ভাইরাসের কারনে বিদ্যালয়ে এগার শত পঞ্চাশ জন শিক্ষার্থীদের মধ্যে চার শত বিশ থেকে চার শত ত্রিশ জন উপস্থিত হচ্ছেন। এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থীরা মুখে মাস্ক পড়ে আসেন।

[৭] আমতলী মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহআলম কবির বলেন, আমার বিদ্যালয়ে ছয় শতাধিক শিক্ষার্থী। প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হত। করোনা ভাইরাস আতংকে হঠাৎ করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। এখন প্রতিদিন দুই শতাধিক শিক্ষার্থীর বেশী বিদ্যালয়ে আসে না। ভাইরাস সংক্রমনের ভয়ে দিন দিন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়