শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

বেনাপোল(যশোর):[২] দির্ঘ ৫ মাস পর ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পূনরায় ভারত থেকে পূনরায় বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

[৩] রোববার(১৫ মার্চ): ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে খুলনার হামিদ এন্টার প্রাইজের নামে ৬৩ মেঃটনের একটি পেঁয়াজের চালান আমদানি করা হয়।এর আগে বণ্যায় উৎপাদন সংকট দেখিয়ে ভারত সরকার গত বছরের (২৯ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়।

[৪] পেঁয়াজ আমদানি কারক খুলনার হামিদ এন্টারপ্রাইজের প্রতিনিধি জনি ইসলাম বলেন, বেনাপোল ও ভোমরা বন্দর দিয়ে তাদের ভারতের নাসিক শহর থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে।

[৫] বেনাপোল বন্দরের উপপরিচালক(প্রশাসন) আব্দুল জলিল বলেন, আমদানিকৃত পেঁয়াজ কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে যাতে ব্যবসায়ীরা দ্রুত ছাড় করাতে পারেন তার জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইনভয়েজ হিসাব মতে, প্রতি মেঃটন পেঁয়াজ ভারত থেকে ৩০৫ ডলার মুল্যে আমদানি করা হচ্ছে।

এদিকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে কর্মব্যবস্তা বেড়েছে। এতে শ্রমিকদের মধ্যেও আনন্দ উল্লাশ দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়