শিরোনাম
◈ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে: মমতা ◈ বিশ্বকাপের আগে বাংলা‌দে‌শের আর কোনো ম্যাচ নেই, সবচেয়ে বেশি ভারতের ◈ বিলিয়ন ডলার ঋণে চা‌পে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ ঢাবি শিক্ষক জামাল উদ্দীনকে হেনস্তা ডাকসু নেতার, ধাওয়া করার ভিডিও ভাইরাল ◈ একাত্তর আমাদের শেকড় এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কীভাবে দেখায়: ফখরুল ◈ টানা লোকসান পেরিয়ে মুনাফায় বাংলাদেশ স্যাটেলাইট-১: অর্ধেক সক্ষমতায়ই আয় বেড়ে স্থিতিশীল হচ্ছে বিএসসিএল ◈ মাহফুজ ও আসিফের বিরুদ্ধে মিছিল, নেতৃত্বে এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসির (ভিডিও) ◈ তফসিল ঘোষণার পর ইসির অধীনে যাবে যে সব দায়িত্ব ও ক্ষমতা ◈ যে কারণে এশিয়ার দেশে দেশে ভয়াবহ বন্যা, জানালেন বিজ্ঞানীরা ◈ ‘অপমানিত’ বোধ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, মেয়াদের অর্ধেকেই পদ ছাড়তে চান: রয়টার্সকে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

বেনাপোল(যশোর):[২] দির্ঘ ৫ মাস পর ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পূনরায় ভারত থেকে পূনরায় বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

[৩] রোববার(১৫ মার্চ): ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে খুলনার হামিদ এন্টার প্রাইজের নামে ৬৩ মেঃটনের একটি পেঁয়াজের চালান আমদানি করা হয়।এর আগে বণ্যায় উৎপাদন সংকট দেখিয়ে ভারত সরকার গত বছরের (২৯ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়।

[৪] পেঁয়াজ আমদানি কারক খুলনার হামিদ এন্টারপ্রাইজের প্রতিনিধি জনি ইসলাম বলেন, বেনাপোল ও ভোমরা বন্দর দিয়ে তাদের ভারতের নাসিক শহর থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে।

[৫] বেনাপোল বন্দরের উপপরিচালক(প্রশাসন) আব্দুল জলিল বলেন, আমদানিকৃত পেঁয়াজ কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে যাতে ব্যবসায়ীরা দ্রুত ছাড় করাতে পারেন তার জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইনভয়েজ হিসাব মতে, প্রতি মেঃটন পেঁয়াজ ভারত থেকে ৩০৫ ডলার মুল্যে আমদানি করা হচ্ছে।

এদিকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে কর্মব্যবস্তা বেড়েছে। এতে শ্রমিকদের মধ্যেও আনন্দ উল্লাশ দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়