শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবিলায় স্বাস্থ্য জ্ঞান ও সরঞ্জাম ভাগাভাগি করতে হবে, বললেন প্রধানমন্ত্রী

আবুল বাশার নূরু: [২] বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় আঞ্চলিকভাবে সম্মিলিত উদ্যোগ নিতে হবে বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।

[৪] শেখ হাসিনা বলেন, এই ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সঙ্গে তার স্বাস্থ্য জ্ঞান এবং এ সংক্রান্ত সরঞ্জাম ভাগাভাগি করতে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আমরা যেমন ভিডিও কনফারেন্স করছি, সার্কভুক্ত দেশগুলোর স্বাস্থ্যসচিবরাও এমন ভিডিও কনফারেন্স করতে পারেন। সেই কনফারেন্সে প্রয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বিশেষজ্ঞও থাকতে পারেন। সার্ক অনুমোদন করলে বাংলাদেশে এমন প্রোগ্রাম আয়োজন করতে প্রস্তুত আছে।

[৫] তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে একসঙ্গে কাজ করে এ ধরনের দুর্যোগ মোকাবিলা করার প্রস্তুতি নিতে হবে।

[৬] বোরবার বিকেলে ভিডিও কনফারেন্সে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবে রাজাপাকসে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য উপদেষ্টা জাফর মির্জা।

[৭] ভিডিও কনফারেন্সে বাংলাদেশ প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ সংশ্লিষ্টরা। অন্যদিকে ভারত প্রান্তে নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত আছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলাসহ অন্যরা।

[৮] গত শুক্রবার (১৩ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস ঠেকাতে সার্ক দেশগুলোর প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ওই দিনই সে আহ্বানে সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৯] বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, করোনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্ক দেশগুলোর প্রতি যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানিয়েছেন। রোববার বিকেলে সার্কের ৮ দেশের মধ্যে ৭ দেশের রাষ্ট্রপ্রধানরা ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। পাকিস্তানের পক্ষে দেশটির একজন স্বাস্থ্য উপদেষ্টা এই কনফারেন্সে যুক্ত থাকবেন।

[১০] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩ মার্চ এক টুইট বার্তায় বলেন, করোনাভাইরাস ঠেকাতে এবং কার্যকর পদক্ষেপ বের করার জন্য আমি সার্কভুক্ত (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) দেশগুলোর নেতাদের আহ্বান জানাচ্ছি। আমরা এই বিষয়টি নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা করতে পারি যে, কীভাবে আমাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যায়। আমরা (সার্ক) এই বিশ্বকে বাঁচাতে উদ্যোগ নিতে পারি, যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়