শিরোনাম
◈ বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে আহ্বান, না মানলে কঠোর ব্যবস্থা: বিএনপি ◈ শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদনের হিড়িক ◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের ◈ গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমবার সংসদের বিশেষ অধিবেশনে তুলে ধরা হবে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনীতি

মনিরুল ইসলাম : [২] আগামী ২২ ও ২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন। ২২ মার্চ সকাল ১১ টায় শুরু হবে, এ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গবন্ধুর ওপর ভাষণ দিবেন। মন্ত্রী সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার ভাষণে বঙ্গবন্ধুর ওপর কি উপস্থাপন করবেন তা সোমবার মন্ত্রী সভার বৈঠকে উঠবে বলে মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

[৩] মন্ত্রী সভায় ভাষণটি আলোচনা করে চূড়ান্ত হবে। সূত্র জানায়, ভাষণে বঙ্গবন্ধুর ছাত্র জীবন থেকে শুরু করে উনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতা ঘোষণা, ১০ জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন, তার ক্ষমতায় থাকার সময় বিশ্বরাজনীতিতে বঙ্গবন্ধুর অবদান। বিশেষ করে ওআইসিসহ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপনে ভূমিকা রাখবে। সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন। এ স্বপ্ন নস্যাতে '৭৫ এর ১৫ আগস্টের বিভীষিকাময় অধ্যায়ও তুলে ধরা হবে। জুলিও কুরি শান্তি পুরস্কারসহ নানা পুরস্কারে বঙ্গবন্ধুর ভূষিত হবার কথাও ভাষণে স্থান পাবে বলে জানা যায়।

[৪] সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি সংসদে প্রথম অধিবেশন ভাষণ রাখেন এটা হচ্ছে সংসদীয় রেওয়াজ। তার ভাষণের ওপর সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা অংশ নেন। ওই ভাষণের বিষয়গুলো মন্ত্রী সভায় চূড়ান্ত হয়ে থাকে।

[৫] তেমনি এবারও ২২ -২৩ বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধুর ওপর ভাষণ রাখার বিষয়বস্তু কাল মন্ত্রী সভায় স্থির হবে।

[৬] কার্যপ্রণালীবিধির ১৪৭-এর আওতায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর সংসদ সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নিবেন। অধিবেশনের দু’দিনে মোট ১২ ঘণ্টা আলোচনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়