ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি: [২] কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯৮৫পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব১৫।আটকরা হলেন,রামু উপজেলার রাজারকুল এলাকার মোক্তারের ছেলে মোঃ আবু তাহের (৩১)একই উপজেলার তুলা বাগানের মৃত মোহাম্মদ আমিনের ছেলে নুর মোহাম্মদ (৪৫)।শনিবার সন্ধ্যা হোয়াইক্যং বনবিট কার্যলয় সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।
[৩] র্যাব১৫কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,হোয়াইক্যং বনবিট কার্যলয় সংলগ্ন সড়কের পাশে মাদক ব্যবসায়ীরা ইয়াবা বেচাকেনার প্রস্তুতি নিচ্ছিলো।
[৪] এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।ওই সময় এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলে দুইজনকে আটক করা হয়।তাদের দেহ তল্লাশি করে৯৮৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরো বলেন,ধৃতদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে পলাতক আসামির সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত।উদ্ধার ইয়াবাসহ ধৃতদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ