এইচ এম মিলন, কালকিনি প্রতিনিধি : [২] করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় মাদারীপুরের কালকিনি থানা পুলিশের উদ্যোগে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জ ঘুরে-ঘুরে মাইকিং ও লিফলেট বিতরন করা হয়েছে।
[৩] এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাসিরউদ্দিন মৃধা সকল পুলিশ সদস্য ও জনসাধারনকে সাথে নিয়ে এ প্রচারনা করে। প্রচারকালে ওসি বিভিন্ন মানুষের হাতে টিসু পেপার তুলে দেন। এবং হাঁচি ও কাশি দেয়ার সময় বিশেষ শর্তকতা অবলম্বন করতে সকলকে পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ, এসআই কামরুজ্জামান, এসআই জোবায়ের ও এএসআই অভিজিৎ প্রমুখ। সম্পাদনা: জেরিন আহমেদ