এস.ইসলাম জয় : 2. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল 11 টায় বিজিএমইএর সভাপতি রুবানা হক মুজিব বর্ষ উদযাপন কমিটিতে 90 হাজার টি ও পলো শার্ট হস্তান্তর করেন।
3. রুবানা হক বলেন,আমরা স্বতস্ফূর্ত মুজিব বর্ষ পালন করতে চেয়েছিলাম।কিন্তু দুর্ভাগ্যবশত করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠানটি স্বল্প আকারে করা হচ্ছে। তবে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এগিয়ে যাব। যদিও পোশাক খাতে এখন মন্দা সময় চলছে। আমি আশাকরি বঙ্গবন্ধুর অনুপ্রেরণা নিয়ে দেশ এগিয়ে যাবে।
4. মুজিব বর্ষ উদযাপন কমিটির সভাপতি ড.কামাল আবদুল নাসের বলেন,বর্ণাঢ্য পরিবেশে আমরা মুজিব বর্ষ পালন করতে চেয়েছিলাম। আমরা ধারণা করেছিলাম এক লক্ষ মানুষের সমাগম ঘটবে। কিন্তু করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে তা ছোট পরিসরে করা হচ্ছে।প্রধানমন্ত্রী চান দেশের জনগণকে কোন রকম দুর্ভোগ পোহাতে না হয়। তার ইচ্ছা থাকা সত্ত্বেও অনুষ্ঠান ঘরোয়া ও মিডিয়া ভিত্তিক হবে
5. তিনি রুবানা হক উদ্দেশ্য করে বলেন,বিজিএমই সবসময় আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেন। আমি আশাকরি বাকি 10 হাজার টি শার্টও পাবো। উল্লেখ্য 1 ল ক্ষ টি ও পলো শার্ট দেওয়া হবে সংস্থটির পক্ষ হতে