শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বছরে ৫ কোটি টাকা লেনদেন করছে ‘এক শপ’, পর্যাপ্ত প্রশিক্ষণ ও লোকবলের অভাবে পিছিয়ে ই-কমার্স ব্যবসা

এস.ইসলাম জয় : [২] বর্তমান সময়ে ই-কমার্সের গুরুত্ব বেড়েছে। গত কয়েক বছরে বাংলাদেশে এ খাতের যথেষ্ঠ উন্নতি হয়েছে। তবে তা অনেকটাই শহরকেন্দ্রিক। যেখানে দেশের মোট জনগোষ্ঠীর ৭০ ভাগ গ্রামে বাস করে। প্রয়োজনীয় উন্নত পণ্য ও সেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ই-কমার্স খাত পিছিয়ে রয়েছে।

[৩] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ হাজার ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ’মাধ্যমে গ্রাম থেকে গ্রামে,গ্রাম থেকে শহরে পণ্য বেচানোর জন্য কাজ করছে ই-কমার্স সাইট ‘এক শপ’। এটি বাস্তয়নে বাংলাদেশ সরকার ও ইউএনডিপি’র অর্থায়নে কাজ করছে আইসিটি বিভাগের ‘এ টু আই প্রকল্প’।

[৪] সূত্র জানায়,প্রান্তিক পর্যায়ে ৩ হাজার ৬’শ ব্যবসায়ী এ প্লাটফর্মে ব্যবসা করছে। ‘ এক শপ’ ব্যবসায়ীর কাছ থেকে পণ্য সরাসরি পৌছে দেয় ক্রেতার হাতে। এত করে ক্রেতা ও বিক্রেতা ন্যায্যতার ভিত্তিতে তাদের পণ্য কেনা বেচা করতে পারে। এখানে উভয়ের প্রতারিত হওয়ার সুযোগ থাকে না। প্রত্যাশিত পণ্যটিই তারা পেয়ে থাকে।

[৫] দেশজ উঠপাদনের পুরোটাই গ্রাম কেন্দ্রিক। কিন্তু বিপণন হচ্ছে দেশব্যাপী। শিক্ষার অনগ্রসরতা, ইন্টারনেট ব্যবহারের পশ্চাদপরতা ও ডিজিটাল আর্থিক লেনদেন এবং লজিস্টিক ব্যবস্থার দুর্বলতা ই-কমার্সের কাংখিত লক্ষ্যে পৌঁছানো অন্তরায়। ই-কমার্সের সঠিক প্রসারের মাধ্যমে সহজেই তা করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

[৬] ‘এক শপ’ এর মাধ্যমে সারাদেশের যেকোন ইউনিয়নে বসেই একদিকে যেমন যেকোন পণ্য বা সেবা অর্ডার করা যাচ্ছে, তেমনি যেকোনো ক্ষুদ্র উৎপাদক বা উদ্যোক্তা তাঁর পণ্য সারা দেশে পাঠাতে পারছেন।

[৭] দেশের বিশাল জনগোষ্ঠীকে ডিজিটাল অর্ন্তভূক্তির জন্য কাজ করছে সরকার। লক্ষ্য প্রান্তিক ইকোনমি ডেভলপ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়