রফিকুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি : [২] গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। মেলার দ্বিতীয় দিনে শুক্রবার রাতে স্বাধীনতা প্রাঙ্গন মঞ্চে গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদের শিল্পীরা সংগীত পরিবেশন করে।
[৩] শুরুতেই গীতিকার সাংবাদিক সাহিত্যিক সুরবানীর সভাপতি আবু জাফর সাবু এর বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সংগীত পরিবেশন করে সংস্থার সহকারী সাংস্কৃতিক স¤পাদক জাহিদ হাসান সবুজ। এছাড়াও অন্যান্যদের মধ্যে সংগীত পরিবেশন করে তোফাজ্জল হোসেন, মোমিন হক্কানী, সেলিম হায়দার, তামান্না, লতা সরকার, ও রিংকি।
যন্ত্রে ছিলেন- তবলায় মাহমুদ সাগর মহব্বত, কি বোর্ডে শামীম, প্যাডে মানিক বর্মণ, হারমোনিয়ামে- মনোরঞ্জন সরকার ও সংস্থার সাংস্কৃতিক স¤পাদক আব্দুল বারী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সুরবানীর সাধারণ স¤পাদক কামরুজ্জামান চান।