শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ থেকে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন বন্ধ

যুগান্তর : [২] করোনাভাইরাসের কারণে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এবং খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ-ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ। আজ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ দুটি ট্রেন বন্ধ থাকবে।

শনিবার সর্বশেষ ঢাকা থেকে ছাড়া মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ৫১ জন ভারতীয় কলকাতায় ফেরেন। একই দিন ভারত থেকে ২৮৪ জন বাংলাদেশি ঢাকায় এসেছেন।

[৩] এদিকে আজ থেকে ১০ এপ্রিল পর্যন্ত যেসব যাত্রী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট কেটেছিলেন সোমবার থেকে সেই সব টিকিট ফেরত নেবে বাংলাদেশ রেল। কাল দুপুর ১২টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন ‘ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস কাউন্টার’ থেকে অগ্রিম কাটা টিকিটের বিপরীতে সমপরিমাণ টাকা ফেরত দেয়া হবে।

[৪] এ বিষয়ে রেলওয়ে মহাপরিচালক মো. শামছুজ্জামান শনিবার বিকালে জানান, শুক্রবার রাতে ভারতীয় হাইকমিশন থেকে নির্দেশনা আসে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস চলাচল রোববার থেকে বন্ধ করে দেয়ার। করোনাভাইরাস প্রতিরোধে ট্রেন দুটি বন্ধের বিষয়ে উভয় দেশের রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা একাধিকবার বৈঠক করেন।

[৫] তিনি বলেন, শনিবারও মৈত্রী এক্সপ্রেস ট্রেন দু’দেশে চলাচল করেছে। খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার ও সোমবার দু’দেশে চলাচল করত। আজ থেকে বন্ধন এক্সপ্রেস ট্রেনও বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। রেলওয়ে উপ-পরিচালক কালি কান্তি ঘোষ জানান, শনিবার সকালে ৫১ জন ভারতীয়কে নিয়ে ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।

[৬] একই দিন কলকাতা থেকে ২৮৪ জন বাংলাদেশিকে নিয়ে ট্রেনটি সন্ধ্যার দিকে ঢাকায় এসে পৌঁছে। তিনি বলেন, ট্রেন দুটির অগ্রিম টিকিট যারা কেটেছেন তাদের টিকিটের টাকা ফেরত দেয়া হবে। পরিস্থিতি উন্নত হলে ১৫ এপ্রিলের আগেই ট্রেন দুটি চালানো হতে পারে। তবে এক্ষেত্রে দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারাই সিদ্ধান্ত নেবেন।

[৭] কমলাপুর রেলওয়ে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন কাউন্টারের বুকিং সহকারী সাইফুল ইসলাম  জানান, সর্বশেষে শুক্রবার তারা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করেছেন। শনিবার সকালে টিকিট বিক্রি না করতে নির্দেশনা আসে।

[৮] এছাড়া কাল সোমবার দুপুর থেকে কমলাপুর স্টেশন কাউন্টার থেকে অগ্রিম কাটা টিকিট ফেরত দেয়ারও নির্দেশনা এসেছে। ইতিমধ্যে ২৫ টাকা ছাড় দিয়ে বহু যাত্রী টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে গেছেন। তবে কাল থেকে টিকিটের সমপরিমাণ টাকাই ফেরত দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়