ডা. আবীর শাকরান মাহমুদ: ইতালি থেকে ১৪ মার্চ ভোরে এমিরেটসের যে ফ্লাইট বাংলাদেশিদের নিয়ে এসেছে, তাদের প্লেন থেকেই সেপারেট করে প্রপার কোয়ারেন্টাইন প্রটোকল মেইন্টেইন করে বিমানবন্দর থেকেই আশকোনার হাজি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নর্মাল ওয়েতে বিমানবন্দরেই ঢুকতে দেওয়া হয়নি। আমাদের স্বাস্থ্য সচিব, অতিরিক্ত সচিব মহোদয়, আইইডিসিআরের ডাইরেক্টর ম্যাডাম, সিডিসির ডাইরেক্টর ম্যাডাম, বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সব ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমান অবস্থান করছেন ও বিষয়টি মনিটর করছেন।
এয়ারপোর্টের সিভিল এভিয়েশন অথরিটি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত আছেন এবং বিষয়টি দেখভালে সহযোগিতা করছেন। সবার সহযোগিতায় অতি দ্রুত সময়ে এ বিষয়টি করা সম্ভব হয়েছে। এজন্য সবাইকে কাইন্ডলি যথাযথ কর্তৃপক্ষের উপর আস্থা রাখার অনুরোধ করা হলো এবং তাদের দায়িত্ব তাদেরই যথাযথভাবে পালন করতে দেওয়ার জন্য সহযোগিতা আহ্বান করা হলো। অনুগ্রহ করে কাউকে কোনো গুজব, মিথ্যা এবং ফেব্রিকেটেড নিউজ শেয়ার করে মানুষকে প্যানিক না করে দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
লেখক : সহকারী বিমান বন্দর স্বাস্থ্য কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা।