শাহানুজ্জামান টিটু : [২] রবিউল আলম রবি বলেন, সুষ্ঠু ভোট নিয়ে জন মনে আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন তাকে সতর্ক করলেও তিনি কর্ণপাতই করছেন না। ব্যানার, ফেস্টুন এখনও অপসারণ করেননি বরং স্কুলের কোমল মতি শিশুদের নিয়ে অনুষ্ঠান করছেন। নৌকার প্রার্থীর উদ্দেশ্যে রবি বলেন, আশা করি তিনি আচরণ বিধির ব্যাপারে সজাগ হবেন, সাবধানী হবেন।
[৩] রবি বলেন, সরকারের প্রতি জনগণের আস্থা নেই। কারণ সরকার নির্বাচন ব্যবস্থাকে কুলষিত করেছে। আমি ভোটারদের আহ্বান জানাচ্ছি, ভোট আপনার নাগরিক অধিকার, ভোট বিমুখ হবেন না। ভোট কেন্দ্রে আসুন।
[৪] এরআগে শনিবার ধানমন্ডি ও জিগাতলার ১৫ নম্বর ওর্য়াড থেকে গণসংযোগ শুরু করে মধুবাজার, রায়ের বাজার,মনেশ্বর রোড, জিগাতলাসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন রবিউল আলম। এসময় তিনি সাবেক ওয়ার্ড কমিশনার আমজাদ হোসেন মিয়া (মিয়া ভাই) সহ স্থানীয় বেশ কয়েকজন মুরব্বীর বাসায় গিয়ে কথা বলেন, খালেদা জিয়ার প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট চান।