শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ভ্যাকসিন বানিয়েছে মার্কিন ফার্মা মডার্না ও ইনোভিও, এপ্রিলে মানবদেহে পরীক্ষা, বাজারে আসতে আরো দেড় বছর

সালেহ্ বিপ্লব: [২] ইনোভিও সর্বপ্রথম এই ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করে। ২০১৪ সালের ইবোলা ভাইরাস ও ২০১৬ সালে জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে কোম্পানিটি সাহায্য করেছিলো। বায়োস্পেস ডটকম, বিজনেস ওয়্যার, ফিন্যান্স ইয়াহু ডটকম

[৩] কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জে জোসেফ কিম বলেছেন, ‘আমরা খুব শিগগিরই এই ভ্যাকসিনের প্রি-ক্লিনিক্যাল পরীক্ষা চালাবো এবং অল্প পরিসরে উৎপাদনও করবো।

[৪] মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রথম যুক্তরাষ্ট্রকেই বেছে নিয়েছে ইনোভিও ফার্মাসিউট্যিালস। এরপর পরীক্ষা চলবে চীন ও দক্ষিণ কোরিয়ায়।

[৫] কোম্পানিটি আশা করছে, চলতি বছরের শেষ নাগাদ তারা ভ্যাকসিনের ১০ লাখ ডোজ সরবরাহ করতে পারবে।

[৬] করোনার ভ্যাকসিন উদ্ভাবনে কাজ করে যাচ্ছে আরেকটি মার্কিন কোম্পানি মডার্না। গত ২৫ ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠানটি পরীক্ষামূলক ভ্যাকসিনের (এমআরএনএ-১২৭৩) প্রথম ব্যাচটি সরবরাহ করেছে যুক্তরাষ্ট্রের এনআইএআইডি’র (ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিজেস) কাছে।

[৭]  খবর অনুযায়ী, সিয়াটলের একটি গবেষণাগারে ওই ভ্যাকসিন পরীক্ষার কাজ শুরু হচ্ছে। ওষুধ প্রয়োগের জন্য স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবক খোঁজা হচ্ছে।  সুস্বাস্থের অধিকারী এই পরীক্ষায় ৪৫ জন প্রাপ্তবয়স্ক অংশ নেবেন বলে জানা গেছে।

[৮] ইনোভিও এবং মডার্না করোনাভাইরাসের প্রতিষেধক উদ্ভাবনে অগ্রগতির খবর দিলেও এই সেক্টরের বিশেষজ্ঞরা বলছেন, যতো দ্রুততার সঙ্গে করা হোক না কেনো, কমপক্ষে এক বছর লাগবে।

[৯] এনআইএআইডি’র পরিচালক অ্যান্থনি ফসি বলেছেন, মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ সফল হওয়ার পরও অনেক কাজ বাকি। নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে আরো বেশ কয়েকটি ধাপ পার হতে হবে। আর তাতে করে ১৮ মাসও লেগে যেতে পারে।

[১০] ভ্যাকসিন উদ্ভাবনে কাজ করে যাচ্ছে জনসন এন্ড জনসন, সানোফি এবং আরও কয়েকটি কোম্পানি। তারাও এ বছরের জুনের মধ্যেই পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু করতে পারবে বলে আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়