মাজহারুল ইসলাম : [২] দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আজ থেকে এটি কার্যকরের ঘোষণা দিয়েছেন। আগামী ১৫ দিন এটি জারি থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর
[৩] সামনে আরও কঠিন সময় আসছে বলে সতর্ক করে প্রধানমন্ত্রী সানচেজ বলেছেন, আগামী সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ১০ হাজারে পৌঁছতে পারে। এ সংকট মোকাবেলায় সরকার সবকিছু করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
[৪] জরুরি অবস্থা চলাকালে করোনাভাইরাস ঠেকাতে বেশকিছু পদক্ষেপ নেয়া যাবে, মানুষ ও যান চলাচল সীমিত রাখা, ছুটির নির্দেশ দেয়া, কিছু এলাকায় মানুষের প্রবেশ নিষিদ্ধ করা এবং শিল্প ও কৃষি এলাকায় কিছু কিছু ব্যবস্থা নেয়।
[৫] করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্পেনজুড়ে এরই মধ্যে স্কুল, সিনেমা হল, থিয়েটার এবং ক্রীড়াঙ্গন বন্ধ হওয়ায় সেখানে স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে।
[৬] ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনেই করোনাভাইরাসের দাপট সবচেয়ে বেশি। এ ভাইরাসটির বিস্তার ঠেকাতে ইউরোপের অনেক দেশ সীমান্ত বন্ধ করে দিচ্ছে।