সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি: [২] জেলার স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী আগমনি যাত্রীদের নতুন করে ফরম পূরণ করে ইমিগ্রেশন করতে হচ্ছে। করোনাভাইরাসের সতর্কতা হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওই ফরমে মোট ১৫ টি তথ্য দিতে হচ্ছে যাত্রীদের।
[৩] বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকেই নতুন ওই ফরম পূরণ করতে হচ্ছে যাত্রীদের। এক পৃষ্ঠার ওই ফরমে যাত্রীদের নাম, ঠিকানা, মোবাইল ফোন নম্বর পাসপোর্ট নম্বর লিপিবদ্ধ করতে হচ্ছে এছাড়া দুই সপ্তাহের মধ্যে কোন কোন দেশ ভ্রমণ করেছেন, চীনে ভ্রমণ করে থাকলে কোন শহরে ছিলেন এসব তথ্যও দিতে হচ্ছে ফরমে যাত্রীদের স্বাক্ষরের পাশাপাশি স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষরের জন্যও জায়গা রাখা হয়েছে। ফরমে হেলথ ডেস্ক কর্মকর্তার সাক্ষর থাকলেই ইমিগ্রেশন সম্পূর্ণ করা হয়।
এ ব্যাপারে আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাতায়াত কারী যাত্রীরা জানান,নতুন ফরম পূরনে সময় গেলেও তারা করোনাভাইরাস সম্পর্কে বিভিন্ন তথ্য নেওয়ায় তারা খুশি আবার অনেকে বলছেন,করোনাভাইরাস পরীক্ষার জন্য উন্নত মানের ডিজিটাল স্কেনার মেশিন হলে ভাল হয়।
[৪] আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা মো:আব্দুল হামিদ বলেন, এ সংক্রান্ত একটি আদেশ এসেছে আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের হেলথ ডেস্ক থেকে এ ফরম পূরণ করে যাত্রীরা আসলে আমরা ইমিগ্রেশন সম্পূর্ণ করছি।
[৫] আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের হেলথ ডেস্ক কর্মকর্তা মো: মোবারক হোসেন বলেন,আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রত্যেক যাত্রীকে নির্ধারিত ওই ফরম পূরণ করা হচ্ছে ওই ফরমে দেয়া তথ্য অনুসারে করোনা ভাইরাস বিষয়ে যাত্রী সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে। পাশাপাশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
[৬] উল্লেখ্য, এ বন্দর দিয়ে যাতায়াত করতে বাংলাদেশের ইমিগ্রেশনে ফরম পূরণ করতে হয়। এছাড়া কাস্টমস ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছেও তথ্য লিপিবদ্ধ করতে হয়। এতে কমপক্ষে আধা ঘণ্টার মতো সময় লেগে যায় যাত্রীদের। নতুন এ ফরম পূরণ করতে গিয়ে যাত্রীদেরকে আরো অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ