ইসমাঈল হুসাইন ইমু : [২] মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাংগা বিওপি এলাকা থেকে লিনমন নামের একজনকে ১ কেচি ২শ’ গ্রাম ওজনের স্বর্নের বারসহ আটক করা হয়।
[৩] কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি থেকে আনুমানিক ৭শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে রওশনের মোড় নামক স্থানে (জিআর-৯৩৯২৭০ এমএস ৭৯বি/১৩) অভিযান পরিচালনা করে ৫৬ লাখ ৭ হাজার ৩৭৫ টাকা মূল্যের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। লিমনকে কলারোয়া থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।