শিরোনাম
◈ মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের ◈ বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী ◈ ফোন ট্র্যাকিংসহ যেসব বিষয়ে 'কথা বলা যাচ্ছে না' (ভিডিও) ◈ সোহরাওয়ার্দীতে জামায়াতের ইতিহাসের প্রথম একক সমাবেশ, মানতে হবে যেসব নির্দেশনা ◈ গোপালগঞ্জে কারফিউ শিথিল, সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বাইরে থাকার অনুমতি ◈ সেপ্টেম্বরে নেপা‌লের বিরু‌দ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, হামজা ও সামিতকে দ‌লে পাওয়ার সম্ভাবনা কম ◈ জুলাই যোদ্ধা নারীরা নতুন যুদ্ধের মুখোমুখি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে চাঁদাবাজির দায়ে কথিত দুই সাংবাদিক আটক

মুসবা তিন্নি : রাজশাহী নগরীর একটি কাজি অফিসে চাঁদা নিতে গিয়ে নারীসহ একজন কথিত সাংবাদিককে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে নগরীর কাটাখালি থানাধিন দেওয়ান পাড়া মোড়ে মোঃ আসাদুল ইসলাম (৪৬) নামের এক কাজির অফিস থেকে তাদের আটক করে এসআই জাহাঙ্গীর ও সঙ্গীয় ফোর্স।

আটককৃতরা হলেন- আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি পরিচয় দানকারী নারী সাংবাদিক মমতাজ বেগম ওরফে সাথী (৩২)। তার স্বামীর নাম রাসেদুজ্জামান ও পিতার নাম মোঃ আলী মৃধা। অপরজন মোঃ আতিকুর রহমান (২৭) বাংলাদেশ সমাচার রাজশাহী প্রতিনিধি পরিচয় দানকারী। নগরীর চন্দ্রিমা থানাধিন ছোটবনগ্রাম ১২রাস্তার মোড়ে বাড়ি ভাড়া করে থাকেন বলে জানান তারা।

জিজ্ঞাসাবাদে তারা দুইজন আপন ভাই-বোন বলে স্বীকার করেছে। এছাড়া চাঁদাবাজি ও প্রতারণার বিষয়টি তারা স্বীকার করেছেন।

কাজি মোঃ আসাদুল ইসলাম জানান, গত ১৫/২০দিন পূর্বে সাংবাদিক পরিচয়দানকারী সাথী ও আতিকুর রহমান তার অফিসে এসে বলে, আপনি বাল্য বিবাহ দেন এছাড়াও আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আমাদের কাছে। খরচ না দিলে নিউজ করে দেবো। বিপদে পড়বেন আপনি। তাদের কথায় ভয় পেয়ে ৭০০ টাকা দেন কাজি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) তারা আবারও গিয়ে বলে, জরুরী একটা কাজে পুঠিয়া যাচ্ছি একটি খামে টাকা রেডি রাখবেন ফেরার পথে নিয়ে যাবো।

তাদের এই রকম আচারণে কাজির সন্দেহ হয়। পরে তিনি তার এক বন্ধু সাংবাদিকের নিকট পরামর্শ করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি মোঃ জিল্লুর রহমানকে বিষয়টি অবগত করেন। ওসি বিকাল থেকে ওই কাজি অফিসে পুলিশি নজরদারীতে রাখেন।

পরে রাত ৯টার দিকে ওই দুই সাংবাদিক কাজি অফিসে প্রবেশ করে টাকার খাম হাতে নেয়ার সময় পুলিশ তাদের আটক করে কাটাখালি থানায় নিয়ে যায়। কথিত সাংবাদিক আটকের খবর ছড়িয়ে পড়লে একাধিক ভূক্তভোগী কাজি’রা উপস্থিত হন থানায়। বর্ণনা করেন তাদের প্রতারণার ঘটনা।

কাটাখালি থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান (ওসি)’র নিদের্শে (সিডিএমইএস) সার্চ দিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। বেরিয়ে আসতে থাকে একে একে ৪/৫টি চাঁদাবাজি ও প্রতারণা মামলা। শুধু তাই নয় তাদের প্রকৃত ঠিকানা নওগাঁ কাশিমপুর রাজবাড়ি এলাকায়। তাছাড়া নওগাঁ থানাতেও রয়েছে তাদের চাঁদাবাজি মামলা।

কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, সাংবাদিক পরিচয় দিয়ে কাজি অফিসে চাঁদাবাজি করার সময় কাজি ও স্থানীয়দের সহযোগীতায় সাথী ও আতিকুর রহমান নামের দুই প্রতারককে আটক করা হয়েছে। এ ঘটনায় কাজি মোঃ আসাদুল ইসলাম প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসি আরো বলেন, তারা একাধিক কাজি অফিস, মিষ্টির দোকানসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও প্রতারণার তথ্য পাওয়া গেছে। এছাড়াও জেলার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়