শিরোনাম
◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে করোনাভাইরাসে আক্রান্ত দুজন ইতালি ফেরত, জানালো আইইডিসিআর

শাহীন খন্দকার: [২] দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ইতালি ফেরত বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

[৩] আক্রান্তদের মধ্যে একজন নারীও রয়েছেন। আক্রান্তদের কারোর পরিচয়ই প্রকাশ করা হয়নি। তাদেরকে কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে।রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

[৪] তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ। তারা ইতালি ফেরত। অন্যজন নারী। তাদের বয়স ২০-৩৫ বছরের মধ্যে।আইইডিসিআরের পরিচালক আরও বলেন, সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে তিনি ভালোভাবে সবাইকে হাত ধোয়ার পরামর্শ দেন।

[৫] প্রসঙ্গত চীনের উহান শহর থেকে উৎপত্তি করোনাভাইরাসটি বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে।এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ২০৩ জন। আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়ে গেলেও সে হারে মারা যায়নি।

[৬] ডব্লিউএইচও বলছে, এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়