শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে করোনাভাইরাসে আক্রান্ত দুজন ইতালি ফেরত, জানালো আইইডিসিআর

শাহীন খন্দকার: [২] দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ইতালি ফেরত বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

[৩] আক্রান্তদের মধ্যে একজন নারীও রয়েছেন। আক্রান্তদের কারোর পরিচয়ই প্রকাশ করা হয়নি। তাদেরকে কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে।রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

[৪] তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ। তারা ইতালি ফেরত। অন্যজন নারী। তাদের বয়স ২০-৩৫ বছরের মধ্যে।আইইডিসিআরের পরিচালক আরও বলেন, সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে তিনি ভালোভাবে সবাইকে হাত ধোয়ার পরামর্শ দেন।

[৫] প্রসঙ্গত চীনের উহান শহর থেকে উৎপত্তি করোনাভাইরাসটি বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে।এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ২০৩ জন। আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়ে গেলেও সে হারে মারা যায়নি।

[৬] ডব্লিউএইচও বলছে, এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়