শিরোনাম
◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা? 

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে করোনাভাইরাসে আক্রান্ত দুজন ইতালি ফেরত, জানালো আইইডিসিআর

শাহীন খন্দকার: [২] দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত তিনজনের মধ্যে দুজন ইতালি ফেরত বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

[৩] আক্রান্তদের মধ্যে একজন নারীও রয়েছেন। আক্রান্তদের কারোর পরিচয়ই প্রকাশ করা হয়নি। তাদেরকে কোয়ারেন্টাইনে ভর্তি করা হয়েছে।রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

[৪] তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ। তারা ইতালি ফেরত। অন্যজন নারী। তাদের বয়স ২০-৩৫ বছরের মধ্যে।আইইডিসিআরের পরিচালক আরও বলেন, সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে তিনি ভালোভাবে সবাইকে হাত ধোয়ার পরামর্শ দেন।

[৫] প্রসঙ্গত চীনের উহান শহর থেকে উৎপত্তি করোনাভাইরাসটি বিশ্বের ১০৩ দেশে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে।এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ২০৩ জন। আক্রান্তের সংখ্যা লাখ পেরিয়ে গেলেও সে হারে মারা যায়নি।

[৬] ডব্লিউএইচও বলছে, এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। আক্রান্তদের মধ্যে ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়