শিরোনাম

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক সপ্তাহ পর বাজারে দাম কমবে পেঁয়াজের বললেন, ব্যবসায়ি সমিতি

তিমির চক্রবর্ত্তী: [২] আগামী এক সপ্তাহ পর গ্রীষ্মকালীন দেশী পেঁয়াজ বাজারে উঠার সাথে সাথে ১৫ মার্চের পর ভারতীয় পেঁয়াজ ঢুকবে দেশের বাজারে। ফলে পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করেন ব্যবসায়িরা। কালের কন্ঠ, বণিক বার্তা

[৩] আমদানিকারক ও পাইকারি ব্যবসায়িরা বলছেন, আগামী সাত দিনের মধ্যেই পেঁয়াজের দাম নেমে আসবে ২৫ থেকে ৪০ টাকায়।

[৪] রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজের পাইকারি বিক্রেতাদের তথ্য অনুসারে, শুক্রবার দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৫০ টাকার মধ্যে নেমে আসে। মানভেদে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে দেশি পেঁয়াজ। তাঁরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রচুর পেঁয়াজ বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তখন দাম আরও কমে যাবে।

[৫] শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক হাজি মো. মাজেদ বলেন, সম্প্রতি ভারতে পেঁয়াজের বাম্পার ফলনে রপ্তানি বাধা তুলে নেয়। চলতি মাসের ১৫ তারিখ থেকে দেশটি পেঁয়াজ রপ্তানি করবে বলে ঘোষণা দেয়। ফলে পাঁচ মাসের মাথায় ভারত আবার যখন রপ্তানি শুরুর ঘোষণা দেয়, তখন ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয় ব্যবসায়িরা।

[৬] তিনি বলেন, কয়েক দিন বৃষ্টির কারণে নতুন পেঁয়াজ তুলতে পারেনি কৃষকরা। তাই বাজারে পেঁয়াজের সংকট দেখা দেয়ায় দাম কিছুটা চড়া রয়েছে। আগামী সপ্তাহে নতুন পেঁয়াজ উঠা শুরু হবে এবং ভারতের পেঁয়াজ বাজারে এলে সংকট থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়