শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস : প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করে পদক্ষেপ নেওয়া জরুরি

পীর হাবিবুর রহমান : করোনাভাইরাসের মহামারীর আতঙ্ক এখন বিশ্বজুড়ে। অচেনা এ ভয়ংকর রোগ চীনকে বিপর্যস্ত করেছে নানা প্রাণহানিসহ অর্থনেতিক বিপর্যয়ে। ছড়িয়ে পড়েছে দেশে দেশে। পশ্চিমা দেশেও বাড়ছে মৃতের সংখ্যা। এখনো উন্নত দুনিয়া এর নিরাময় বা প্রতিরোধ, এককথায় চিকিৎসা আবিষ্কার করতে পারেনি। করোনার আঘাতের সামনে চিকিৎসা বিজ্ঞান অসহায়। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ অসহায়। শত বছরে একবার পৃথিবীতে অচেনা রোগের মহামারীতে বিপুল প্রাণহানি ঘটে। করোনায় এবার কতো জানি না। বাংলাদেশে এ রোগে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ক’জন ভর্তি। এখানেও চিকিৎসকরা সতর্ক করছেন। মানুষ মাস্ক মুখে হাঁটছে। শুনেছিলাম গরম পড়লেই আমরা নিরাপদ, এখন বলা হচ্ছে ভুল। গরমেও করোনাভাইরাস দাপটে ছড়ায়, মরে না। আমাদের ডেঙ্গু প্রতিরোধেই গেলো বছর যে সামর্থ্য দেখেছি তাতে বড় ভয় হয়। হাসপাতালে এমনিতেই ঠাঁই নেই অবস্থা ছিলো। প্রতিবেশী দেশগুলোতে করোনা প্রবেশ করেছে। এখানে যেকোনো মুহূর্তেই প্রবেশ করতে পারে। আমাদের উপজেলা ও জেলা থেকে বড় শহরে যে অবস্থা সরকারি-বেসরকারি হাসপাতালেরর তাতে মোকাবেলায় কতোটা সামর্থ্য সে প্রশ্নই আসে। চিকিৎসক নেই, নার্স নেই বড় বড় হাসপাতালে। তার উপর আমাদের ঘনবসতিপূর্ণ দেশ, সবখানে মানুষে মানুষে গিজগিজ। ইরানের মতো দেশ মসজিদে নামাজ বন্ধ করেছে, সৌদি ওমরাহ হজ বন্ধ করেছে। কোথাওবা গির্জা স্কুল বন্ধ। চীনের উহানতো অবরুদ্ধই।
আমাদের দেশে বস্তিই নয়, সবখানেই মানুষ গিজগিজ করছে। মশার চরম উপদ্রবের মুখে ডেঙ্গুর ভয়ের আশঙ্কার মধ্যে এসেছে করোনার আতঙ্ক। গতকাল সিলেট থেকে বিমানে আসতে অনেকের মুখে মাস্ক দেখেছি, বিমানবালাদের মাস্কের সঙ্গে হাতে গ্লাভস। ঢাকায় নেমে লাগেজের জন্য দাঁড়িয়ে যখন মশার অত্যাচার সইছি তখন মাস্ক মুখে একজন হাতও মেলালেন। ভাবলাম তাহলে তার মাস্ক পরার লাভ কি?। আসলে করমর্দন কোলাকুলি বন্ধ রাখলেই হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবেন কিনা ভাবা দরকার। এমনিতেই বিষাক্ত বাতাসের দূষিত নগরীতে বাস, সব মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশিপাশি বাড়িঘর আশপাশ ক্লিন রাখার সরকারি নির্দেশ দরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে কী করা যায় এটা নির্ধারণে একটি জাতীয় কমিটি গঠন করে পদক্ষেপ নেওয়া জরুরি। করোনা নিয়ে আমরা পরম করুণাময় আল্লাহর উপর নির্ভরশীল। তিনিই আমাদের হেফাজত করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়