আসিফুজ্জামান পৃথিল : [২] যৌথবিবৃতিতে এ কথা জানানোর আগে মস্কোয় প্রায় ৬ ঘণ্টা বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিস্যেপ তায়েব এরদোগান। আল জাজিরা, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস
[৩] ইদলিব সিরিয়ান বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটি। সম্প্রতি সেখানে রুশ সমর্থিত সিরিয়ান সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘাত শুরু হলে বিদ্রোহীদের সহায়তার জন্য কয়েক হাজার সেনা পাঠায় তুরস্ক।
[৪] মস্কোয় সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, সিরিয়ার সরকারি বাহিনী হামলা করলে নিশ্চুপ থাকবে না তুরস্ক।
[৫] পুতিন বলেছেন, রাশিয়া কখনই তুরস্কের সঙ্গে সিরিয়ার বিষয়ে একমত হতে পারেনি। তবে বর্তমান সঙ্কট মেটানোর প্রয়োজনে দেশটির সঙ্গে কাজ করা হবে।
[৬] গত ডিসেম্বরে এই ইদলিবেই ১০০ শিশুসহ ৩০০ বেসামরিক নাগরিক নিহত হন। এই এলাকায় বর্তমানে চলছে বড় ধরনের মানবিক সঙ্কট। সম্পাদনা : সালেহ্ বিপ্লব