শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৫:১৬ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে ৭ দিনব্যাপী বইমেলা উদ্বোধন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : [২] ময়মনসিংহে ৭ দিনব্যাপী বইমেলা শুরুসংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বইমেলার উদ্বোধন করেন ‘মুজিববর্ষের অঙ্গীকার, গ্রামে গ্রামে পাঠাগার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা।

[৩] বুধবার (৪ মার্চ) দুপুরে নগরের জিমনেসিয়াম প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

[৪] এর আগে, বইমেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরিতে বইয়ের গুরুত্ব অপরিসীম। তাই ভালো বই পড়ার প্রতি ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে হবে।

[৫] জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ এইচ এম লোকমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর প্রমুখ।

[৬] জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অংশগ্রহণে মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনীসহ মোট ৬৩ টি স্টল স্থান পেয়েছে।
আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ বইমেলা চলবে। যা শেষ হবে আগামী ১০ মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়